গত ১৭ মার্চ রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এ দিনটি ‘জাতীয় শিশু দিবস’ হিসেব পালন করা হয়। প্রতি বছরের মতো এবারও সারাদেশে শিশুদের নিয়ে নানা আয়োজনে পালন করা হচ্ছে দিবসটি। বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন জামালপুর কর্তৃক জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০২৪’ উপলক্ষে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ এমপি মহোদয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সাংবাদিক বান্ধব মানবিক পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়। মোঃ শফিউর রহমান, জেলা প্রশাসক, জামালপুর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, চেয়ারম্যান, জেলা পরিষদ, জামালপুর, জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানুসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ ও সরকারি দপ্তরের প্রধানগণ। বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জামালপুরে সরকারি ভাবে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০২৪’ পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতার প্রতি সম্মান প্রদর্শণ করে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করে জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় জামালপুর জেলা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।