সোমবার, ২০ মে ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন

সংবাদ প্রকাশের পর ভোক্তা অধিকারের অভিযান,কমে গেল তরমুজের দাম

সাগর মিয়া জাজিরা
  • আপডেট সময় সোমবার, ১৮ মার্চ, ২০২৪

জাজিরায় ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তরমুজ” এই শিরোনামে গত ১৪ মার্চ সংবাদ প্রকাশ করে খবরপত্র। এরপরে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (১৭ মার্চ) দুপুরে জাজিরা উপজেলার কাজিরহাট বাজারের ফলপট্টিতে এই অভিযানে ১৫০ থেকে ৩০০ টাকা কমে আসে তরমুজের দাম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শরীয়তপুরের সহকারী পরিচালক সুজন কাজী এই অভিযানে নেতৃত্ব দেন। এসময় দেখা যায়, সকল তরমুজ ব্যবসায়ীরা কেজি হিসেবে বিক্রি বন্ধ করে পিস হিসেবে বিক্রি করছেন এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মাপার যন্ত্র সরিয়ে ফেলেছেন। তখন ভোক্তা অধিদপ্তরের অভিযানিক দলটি তরমুজ বিক্রেতাদের তরমুজ কেনার রশিদ পরীক্ষা-নিরীক্ষা করে ও তরমুজ ব্যবসায়ীদের ন্যায্য দামে বিক্রয়ের পরামর্শ প্রদান করেন। এছাড়া বাজারের অন্যান্য ফলের দোকানে পণ্যের মূল্য টাঙ্গানোসহ ক্রেতাদের পাকা ভাউচার প্রদানের জন্য সতর্ক করেন এবং ভাই ভাই বানিজ্যলয় নামে একটি ফলের আড়তে রশিদ না থাকায় বেশি দামে ফল বিক্রির অপরাধে দুই হাজার টাকা জরিমানা ও আরেকটি ফলের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শরীয়তপুরের সহকারী পরিচালক সুজন কাজী খবরপত্রকে বলেন, এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। ব্যবসায়ীরা যাতে ক্রেতাদের কাছে বেশি দামে পণ্য বিক্রি না করেন, সেই বিষয়টি মাথায় রেখেই অভিযান চালানো হচ্ছে। তবে ক্রেতাদেরও সচেতন হতে হবে। যদি কেউ অন্যায্য দামে পণ্য বিক্রয় করে সেক্ষেত্রে ভোক্তাদের উচিৎ পণ্য ক্রয় হতে বিরত থাকা ও আমাদের কাছে অভিযোগ জানানো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com