মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন

শ্রীমঙ্গলে ইডাফ জাতীয় মানবাধিকার সংস্থার ইফতার মাহফিল

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৪ মার্চ, ২০২৪

রমজানের মহত্ত্ব, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ পরস্পরের মধ্যে ছড়িয়ে দিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয় মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন-ইডাফ (গভ. রেজি. এস-৭৫১৫) শ্রীমঙ্গল উপজেলা শাখা।গতকাল ভানুগাছ রোডস্থ টি ভ্যালী রেস্টুরেন্টে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে সৌহার্দপূর্ণ পরিবেশে ইফতান মাহফিল সম্পন্ন হয়। অনুষ্ঠানে দেশ জাতি, মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীর কল্যাণ কামনা এবং ফিলিস্তিনি মজলুম মুসলমানদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির। ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন (ইডাফ) এর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির) এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু তালেব। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-২ মীর এম এ সালাম, ৬ নং আশিদ্রোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন (জহর), শ্রীমঙ্গল পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলকাছ মিয়া, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হানিফ চৌধুরী, শ্রীমঙ্গল পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের শ্রীমঙ্গলের এরিয়া কো-অর্ডিনটর আবু বকর, ইডাফের উপদেষ্টা সাংবাদিক ইসমাইল মাহমুদ, ইডাফের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী শের আলী হেলাল চৌধুরী, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি আনিসুল ইসলাম আশরাফী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও প্রতিবেদন পেশ করেন সাংগঠনিক সম্পাদক মোঃ মসুদ মিয়া। ইফতার মাহফিলে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, সেইভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি মতিউরররহমান মতিন, নিরাপদ সড়ক চাই (নিসিচা শ্রীমঙ্গল এর সভাপতি আমজাদ হোসেন রনি, সহ-সভাপতি গোলাম রহমান মামুন, শ্রীমঙ্গল ব্লাডম্যান এর সভাপতি মুহিবুর রহমান জুয়েল, শ্রীমঙ্গল সোশ্যাল অর্গানাইজেশন এর সভাপতি মাহমুদুল হাসান মামুন, নিরাপদ চিকিৎসা চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি লুৎফুর রহমান পাভেল, শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ভাইস প্রিন্সিপাল আশিকুর রহমান চৌধুরীসহ বিভিন্স প্রিন্ট, অনলাইন মিডিয়ার কর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ। অনুষ্ঠানে ইডাফের ইডাফের সকল সদস্যবৃন্দ স্বতস্পূর্তভাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা একে অপরের সাথে কুশলাদি বিনিময় করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com