বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজের অনিশ্চয়তা কেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ সিংড়া মডেল প্রেসক্লাবের আয়োজনে কম্বল বিতরণ ভৈরবে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও পুলিশের পোশাক উদ্ধার কক্সবাজারে অটোরিকশা থেকে নামিয়ে কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ৩ তারাকান্দায় সেনাপ্রধানের মহড়া পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ নড়াইল ও কালিয়ায় সংবর্ধিত হলেন টেক্সাস বিএনপি নেতা জহিরুল ইসলাম দীর্ঘ দুই মাস পর চালু হলো ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন মোংলায় তীব্র লবনাক্ততার মধ্যেও মৌসুমি সবজি চাষাবাদ ও পশু পালনে বদলে গেছে দরিদ্র ৬০ পরিবারের জীবনমান কালীগঞ্জে গৃহবধূকে শিকলে আটকে নির্যাতন: থানায় মামলা শাহজাদপুরে মানদা কান্ত লাহিড়ী হত্যাকান্ডের সুষ্ঠু ময়নাতদন্তের দাবীতে সংবাদ সম্মেলন

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আমার বাংলাদেশ পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, ‘বর্তমান সরকারি দলের একজন এমপি ঘোষণা দিয়েছেন গত নির্বাচনে ওনার এক কোটি ছাব্বিশ লাখ টাকা খরচ হয়েছে, উনি আগে সেটা তুলবেন। সরকারের এমপিরা যেভাবে ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে, তাতে দেশ আবার তলা বিহীন ঝুড়িতে পরিণত হবে।’
গত বৃহস্পতিবার (২৮ মার্চ) এবি পার্টির মাসব্যাপী গণ ইফতারের ১৭তম দিনে পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে এসব কথা বলেন তিনি। কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আব্দুল হালিম নান্নু’র সঞ্চালনায় অনুষ্ঠিত গণ ইফতারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেজামে ইসলাম পার্টির মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী। বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা ও যুবপার্টির আহবায়ক এবিএম খালিদ হাসানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
তাজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে জনসংখ্যাকে আজ অভিশাপ মনে করা হচ্ছে। অথচ সরকারের অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা আর দুর্নীতিই দেশের জনসংখ্যাকে অভিশাপে পরিণত করেছে। আমাদের জনসংখ্যা আমাদের জনশক্তি, আশীর্বাদ। পৃথিবীর সকল উন্নত দেশে কর্মক্ষম জনশক্তির অভাব রয়েছে। আমরা যদি শিক্ষা ব্যবস্থা কর্মমুখী করতে পারি এই জনশক্তি দেশের জন্য অর্থের প্রধান উৎসে পরিণত হতে পারে। দেশে আজ সব কিছু দলীয়ভাবে অযোগ্যদের নিয়ন্ত্রণে দিয়ে দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সুপ্রিম কোর্টের বিচারপতি পর্যন্ত আজ দলকানারা নিয়োগ পাচ্ছে। যার ফলে দেশের মেধাবী শিক্ষার্থীরা দেশ ছেড়ে চলে যাচ্ছে। এভাবে একটি দেশ চলতে পারে না।’ আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘এই সরকার মুসলিম হিসেবে দাবি করলেও তার কার্যক্রম ইহুদী নাসারার মতো। লুটপাট চালিয়ে দলের লোকজন কোটিপতি হচ্ছে কিন্তু সাধারণ মানুষের কোনো খবর নাই। এবি পার্টি আজ গণ ইফতারের যে কাজ করছে এটাই ইসলামের গুরুত্বপূর্ণ কাজ।’ অ্যাডভোকেট রানা বলেন, ‘রাষ্ট্রের দায়িত্ব ছিলো জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা। কিন্তু দুঃখের বিষয় জনগণ নিয়ে ভাবার কেউ নাই। দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির কারণে মানুষ আজ অনাহারে, অর্ধাহারে দিন কাটাচ্ছে।’
এবিএম খালিদ হাসান বলেন, ‘ ১৭ রমজান। মুসলমানদের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে বদর যুদ্ধে বিজয়ের মাধ্যমে আমাদের প্রিয় নবী (সাঃ) সত্যের বিজয় নিয়ে এসেছিলেন। আজকের দিনে আমাদেরও শপথ নিতে হবে সকল দুঃশাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশেও আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করবো।’ গণ ইফতারে উপস্থিত ছিলেন এবি যুবপার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক তোফাজ্জল হোসেন রমিজ, কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান মিলু, রিপন মাহমুদ, রুনা হোসাইন, ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স, যুবনেতা মো. মিঠু, এবি পার্টি পল্টন থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সি, সদস্য সচিব রনি মোল্লা, যাত্রাবাড়ী থানা আহ্বায়ক সিএমএইচ আরিফ সহকেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com