মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন

বৃষ্টির দিনে সহজে কাপড় শুকানোর টিপস

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০২৪

বৃষ্টিদিনে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। এমন দিনে যারা ঘরের বাইরে যাবেন তারা ঢিলেঢালা পোশাক পরতে পারেন। এমন পোশাক পরলে শরীরে আর্দ্রতা না জমে। আর ভিজলেও অফিসের এসির বাতাসে সহজেই শুকিয়ে যাবে।
পোশাকের ধরন যদি জর্জেট বা সুতি হয় তাহলে সহজে শুকানো যায়। বৃষ্টিদিনের পোশাকের জন্য আদর্শ রঙ হতে পারে নেভি ব্লু বা অলিভের যেকোন শেড। এসব রঙে কাদা লাগলে সহজে চোখে পড়ে না। বাইরে থেকে ঘরে ফিরে কাপড় ধুয়ে বেশি সময় জমিয়ে রাখবেন না। এতে ফাঙ্গাস জমে যেতে পারে। প্রথমে ওয়াশরুমের হ্যাঙ্গারে কিছু সময়ের জন্য ঝুলিয়ে রেখে অতিরিক্ত পানি ঝরিয়ে নিতে হবে। সাধারণত বৃষ্টির দিনে ঘরের জানালা বন্ধই থাকে। বন্ধ ঘরে ফ্যান ছেড়ে সহজে কাপড় শুকিয়ে নিতে পারেন। ফ্যানের বাতাসে কাপড় শুকালে ইস্ত্রি করে রাখা ভালো। ওয়ারড্রবে বা আলমারিতে কাপড় রাখার সময় ন্যাপথলিন দিয়ে রাখতে ভুলবেন না। ঘরে ফিরে ভালোভাবে খেয়াল করুন, কাপড়ের কোনো অংশে দাগ লেগে গেলে সেই অংশে লেবু এবং লবণের পেস্ট তৈরি করে ঘষে নিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে ফেলুন। এরপর ডিটারজেন্ট অথবা শ্যাম্পু দিয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর ধুয়ে ফেলুন। উল্লেখ্য, বৃষ্টিদিনে চামড়ার জুতা এড়িয়ে যাওয়া ভালো। সেক্ষেত্রে উঁচু সোলের প্লাস্টিক বা নন লেদার জুতা পরা ভালো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com