মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন

টঙ্গী পশ্চিম থানায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

টঙ্গী প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ২০ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ পঁচিশ হাজার টাকা সহ দুই জন আসামিকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। টঙ্গী পশ্চিম থানা চৌকস পুলিশ অফিসার এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স সহ ৩ রা এপ্রিল ভোরে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া , টঙ্গী পশ্চিম থানাধীন দক্ষিণ আউচপাড়া সাকিনস্থ অভিযান- ২৫২ ,গিয়াসউদ্দিন খান এর বাড়ির নিচতলার ভাড়াটিয়া গ্রেফতারকৃত আসামী, শামীম মিয়া(২৬), পিতা-মোহাম্মদ রহিম সাং- মেরুর চর থানা-বকশীগঞ্জ, জেলা-জামালপুর ২। মোহাম্মদ মানিক মিয়া(২৯), পিতা- মৃত শামসুল হক সাং- সাভার চর থানা-ইসলামপুর, জেলা-জামালপুর দুইজন আসামি গ্রেফতার করে। এ সময় এদের কাছ থেকে ২০ কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ২৫০০০ (পঁচিশ) হাজার টাকা উদ্ধার করা হয়। ঘটনা সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ওসি সাখাওয়াত হোসেন মাদক সন্ত্রাস দমনে টঙ্গী পশ্চিম থানা পুলিশ উদ্ধতন অফিসারদের দিকনির্দেশনায় ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের বিরুদ্ধে নিয়মিত আইনে টঙ্গী পশ্চিম থানার মামলা রুজু করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com