বুধবার, ০৮ মে ২০২৪, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
নানা রঙের ফুলে রঙিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক কর্মসৃজন কর্মসূচি প্রকল্পে পাল্টে যাচ্ছে মেলান্দহের মাহমুদপুরের চিত্র জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আহত একজন ওসমানীতে ভর্তি বরিশাল সদর ও বাখেরগঞ্জ উপজেলা নির্বাচনের ভোট গ্রহন আজ আজ কেশবপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ৩টি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন হালদায় ডিম ছেড়েছে কার্প জাতীয় মাছ রাষ্ট্রিয় মর্যাদায় সৈয়দ বিল্লাল হোসেনের দাফন সম্পন্ন নান্দাইলের কৃতিসন্তান কবি আবদুল হান্নানের শ্রেষ্ঠত্ব অর্জন শ্রীপুরে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর যুবদল সভাপতি টুকুর মুক্তির দাবিতে তারাকান্দায় বিক্ষোভ মিছিল

এসির ইইআর রেটিং কি জানেন?

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ। গরমে একটু স্বস্তি পেতে এসি কিনছেন অনেকেই। তবে জানেন কি, কোন এসি আপনার ঘরের জন্য উপযুক্ত। কোন এসি আপনার মাসের বিদ্যুৎ খরচ অনেক বেশি বাড়িয়ে দেবে না। এসি কেনার সময় স্প্লিট নাকি উইন্ডো এসি কিনবেন তা নিয়ে চিন্তায় থাকেন। এছাড়া এসির নানান বিষয়ে নজর রাখতেই হয়। এসির ইইআর রেটিংয়ের কথা নিশ্চয়ই জানেন। এসির ইইআর রেটিংয়ের উপর নির্ভর করে বিদ্যুৎ খরচ। এসি কিনলেই তো আর হল না। এসি চললে বিদ্যুৎ বিলের খরচ একটা বড় ব্যাপার। ফলে খরচ নিয়েও একটা চিন্তা সবারই প্রায় থাকে।
দিনে ৮ ঘণ্টা এসি চললে মাসে বিদ্যুৎ বিল কত আসবে? এখন অত্যাধুনিক এসিতে বিদ্যুৎ খরচ হয় তুলনামূলক কম। তবুও কিছু ফ্যাক্টরের জন্য বিদ্যুতের বিল বাড়তে বা কমতে পারে। এসির এনার্জি এফিশিয়েন্ট রেটিং (ইইআর)-এর উপর বিদ্যুতের বিল নির্ভর করে। ইইআর রেটিং যত বেশি হবে, বিদ্যুতের বিল আসবে তত কম।
একটি দেড় টন এসি প্রতি ঘণ্টায় ১২০০ থেকে ১৮০০ ওয়াট (প্রতি ঘণ্টায় ১.২ থেকে ১.৮ ইউনিট বিদ্যুৎ খরচ) করতে পারে। ইইআর = অ্যামাউন্ট অব হিট রিমুভড পার আওয়ার/ পাওয়ার কনজিউমড। অর্থাৎ ইইআর রেটিং বেশি এসি কার্যকরী হবে আরও বেশি। ফলে ঘরের বাতাস থাকবে স্বাস্থ্যকর। এসি কার্যকরী হলে বিদ্যুৎ পুড়বে কম। এছাড়া এসির বিদ্যুৎ খরচ কমাতে আরও বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন কোন তাপমাত্রায় এসি চালাচ্ছেন তাও গুরুত্বপূর্ণ। এসি কেনার সময় স্প্লিট নাকি উইন্ডো এসি বুঝে কিনুন। ঘরের মাপ অনুয়াযী এসির টন হিসাব করুন। এতে ঘর দ্রুত ঠান্ডা হবে এবং বিদ্যুৎ খরচও কম হবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com