ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ভোটগ্রহণকারী প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদের সোমেশ^রী মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দুর্গাপুর দ্বীনি আলীম মাদরাসা মিলনায়তনে, উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ৬১টি কেন্দ্রের জন্য নির্বাচিত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের ‘‘সোমেশ^রী মিলনায়তন’’ উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা, দুর্গাপুর সার্কেল এর এএসপি মো. আক্কাস আলী, সহকারী কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার তপন চন্দ্র শীল, ওসি উত্তম চন্দ্র দেব, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও এম রকিবুল হাসান এবং সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজর মুহাম্মদ নাসির উদ্দিন। কর্মশালা শেষে আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, নির্বাচনে সুন্দর পরিবেশ বজায় ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনকে সর্বদা সচেষ্ট থাকতে হবে। তিনি আরো বলেন, প্রার্থীদের জন্য যেমন আইন আছে, তেমনি আপনাদের জন্যও আইন রয়েছে। আপনারা সম্পুর্ন নিরপেক্ষ থেকে সুষ্ঠু ভোটগ্রহণের ব্যবস্থা নিশ্চিত করবেন। নির্বাচন কমিশন সারাদেশে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছে। এতে সকলের সহযোগিতা প্রয়োজন। কেউ যদি নির্বাচনে প্রতিবন্ধকতা, ভয়ভীতি ও নির্বাচন বানচালের সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে ওই ব্যক্তিকে কোন প্রকার ছাড় দেয়া হবে না।