মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন

রাউজানে পথচারীদের মাঝে যুবলীগের ফলমূল ও ছাতা বিতরণ

মুহাম্মদ নাজিম উদ্দীন মিঞাজী (রাউজান) চট্টগ্রাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

রাউজানে জনগনের মাঝে দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে কারনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্দেশনায় পথচারীদের মাঝে ফলমূল ও শরবত বিতরণ এবং ছাত্র, কৃষক ও শ্রমিকের মাঝে ছাতা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার মুন্সিরঘাটা চত্বরে রাউজান উপজেলা আওয়ামী যুব লীগের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। উপজেলা যুবলীগের সভাপতি, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আহসান হাবীব চৌধুরী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। শুভেচ্ছা বক্তব্য উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার সোহেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি স্বপন দাশ গুপ্ত, কামরুল হাসান বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খানসহ উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ। সভা শেষে পথচারীদের মাঝে ফলমূল ও শরবত এবং ছাত্র, কৃষক ও শ্রমিকের মাঝে ছাতা বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com