নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাচনে তফসিলের ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল দুই এ মে। শেষ দিন পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচনে মনোনয়ন জমা পড়ে ১০জনের।মনোনয়নপত্র বাছাই ৫ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১২ মে, প্রতীক বরাদ্দ ১৩ মে। ভোটগ্রহণ হবে আগামী ২৯ মে। জানা যায় নোয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আরা ১০জন প্রার্থীর মনোনয়ন জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যানুযায়ী চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন জমা পড়েছে বলে জানান।চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাত হোসেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল এবং আমেরিকান প্রবাসী মো: ওমর আলী। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগ্নে বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুর রশীদ মঞ্জু,ব্যবসায়ী মধ্যপ্রাচ্য প্রবাসী মামুন হোসেন।মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পারভীন আক্তার ও ফাতেমা বেগম এবং রেহানা আক্তার প্রার্থীতা ফরম জমা নিশ্চিত হয়। তবে এবারের উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপিদের আতœীয় স্বজন প্রার্থী হতে পারবেনা বলে একটি ঘোষণা শুনা যায়। এই দিকে মনোনয়নপত্র বাছাই ৫ মে এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১২ মে বিকেলে নিশ্চিত জানা যাবে নির্বাচনের মাঠে কারা কারা লড়বে প্রতিক নিয়ে।নির্বাচনের প্রতীক বরাদ্দ হবে ১৩ মে, নির্বাচন হবে ২৯শে মে।