রবিবার, ১৯ মে ২০২৪, ০১:১৮ পূর্বাহ্ন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক গ্রাহক স্বার্থ সংরক্ষণ কমিটির মানববন্ধন

নুর ইসলাম চান রংপুর
  • আপডেট সময় রবিবার, ৫ মে, ২০২৪

রংপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক গ্রাহক স্বার্থ সংরক্ষণ কমিটির মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল (০৫ মে) রোববার বেলা ১১ টায় রংপুর নগরীর প্রেসক্লাব চত্বরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংক একীভুতকরণ সিদ্ধান্ত বাতিলের দাবীতে মানববন্ধনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক গ্রাহক স্বার্থ সংরক্ষণ কমিটির আহবায়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাজেদুর রহমান ঝন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, ডেইরি ফার্মার্স এসোসিয়েশন বিভাগীয় ও জেলা সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন, জেলা সাধারণ সম্পাদক এস এম আসিফুল ইসলাম, অধ্যাপক আব্দুস সোবহান, রাজনৈতিক ও সমাজসেবক আমজাদ হোসেন সরকার, জাতীয় কবিতা পরিষদ রংপুরের সাধারণ সম্পাদক মনজিল মুরাদ লাভলু। মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রংপুরসহ উত্তরাঞ্চলের উন্নয়নের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। অথচ লাভজনক ব্যাংকটিকে একটি লোকসানি ব্যাংকের সঙ্গে একীভূত করা হচ্ছে। এর পেছনে যারা জড়িত তারা উত্তরাঞ্চলের ভালো চায় না। মানববন্ধনে অংশ নেয়া বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ জানান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের রয়েছে আধুনিক ও অনলাইন ব্যাংকিং সেবা। কৃষকরা সস্তায় ইন্টারনেট ব্যাংকিংসহ সকল ধরনের আধুনিক সেবা পাচ্ছে। রয়েছে মুঠোফোনে অ্যাপ ভিত্তিক সেবা। ফলে সহজেই ব্যাংকে না গিয়ে ব্যাংকিং করা যায়। এসময় মানববন্ধনে সংহতি প্রকাশ করেন সিটি প্রেসক্লাব রংপুরের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, কবি ও গীতিকার সফুরা খাতুন, গণসংগীত পরিষদ রংপুরের সাধারণ সম্পাদক রুপু মজুমদার, রংপুর পদাতিক সভাপতি বিজয় প্রসাদ তপু, গ্রাহক রেজাউল করিম জীবন, আব্দুল জলিল, মুমিনুল ইসলামসহ অনেকে। এসময় শতাধিক গ্রাহক মানববন্ধনে অংশ নেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com