রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৮৯তম জন্মবার্ষিকী নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব ছয় মাসেও উদ্ধার হয়নি নিখোঁজ অন্তঃস্বত্তা গৃহবধূ স্বপ্না হিলির রেললাইনের ধারে খেজুর রস নামাতে ব্যস্ত গাছিরা মোহাম্মদিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন গাইবান্ধায় ছোটবোন ও পরিবারের নিরাপত্তা চেয়ে নির্যাতিত গৃহবধূর সংবাদ সম্মেলন

ভারতের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১০ মে, ২০২৪

চলতি বছর অক্টোবরে বাংলাদেশে বসছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। তার ঠিক পাঁচ মাস আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল সফরকারী ভারত। গত বৃহস্পতিবার সিলেটে অনুষ্ঠিত পঞ্চম ও শেষ ম্যাচে ২১ রানে জিতেছে অতিথি দলটি। ফলে ৫-০তে সিরিজ জয় করে নিল হারমানপ্রিত কাউরের দল। গত বছর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ভারতের সাথে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয়ার পর ওয়ানডে সিরিজ ড্র করে নিগার সুলতানার দল। কিন্তু এক বছরেরও কম সময়ের ব্যবধানে সেই দলের কাছে অসহায় আত্মসমর্পণ করল লাল-সবুজরা।
পুরো সিরিজে ব্যাটিং ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ। আজ শেষ ম্যাচে ব্যাটিংয়ে খানিকটা উন্নতি করলেও জয়ের নাগাল আর পাওয়া হলো না। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫৬ রান তোলে ভারত। জবাব দিতে নেমে ৫২ রানে ৫ উইকেট হারিয়ে অন্য ম্যাচগুলোর মতোই বিপর্যস্ত হয়ে পড়ে নিগার বাহিনী। যদিও সেখান থেকে রিতু মনি, শরিফা খাতুন ও রাবেয়া খানের লড়াই দলকে ১৩৫ রানের সম্মানজনক অবস্থানে নিয়ে যায়। হার শেষে বাংলাদেশ দলনায়ক নিগার বলেন, ‘এই সিরিজে আমাদের কঠিন সময় গেছে। তবে আজ ব্যাটারদের দৃষ্টিভঙ্গি ভিন্ন ছিল। ব্যাটিং এমন একটি বিভাগ যা নিয়ে আমাদের কাজ করতে হবে। ব্যাটিংয়ের অ্যাপ্রোচ নিয়ে আমাদের কাজ করতে হবে। দেখুন, ব্যাটাররা সেট হওয়ার পর আউট হয়ে যাচ্ছে। রাবেয়া ও নাহিদা দুজনই ভালো করেছে, টুর্নামেন্টজুড়ে ভালো করেছে মারুফা। আজ রিতু মনি দারুণ পারফর্ম করেছে।’
অক্টোবরে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসছে ভারত। তার আগে এই পারফরম্যান্সে খুশি ভারতীয় দলনায়ক কাউর। তিনি বলেন, ‘এই সিরিজে খেলোয়াড়দের সবার মধ্যে স্থিরতা দেখেছি, বিশ্বকাপের আগে যেমনটি আমি চেয়েছি। এই সিরিজ আর কন্ডিশন বিশ্বকাপে আমাদের সাহায্য করবে। আশাকরি, বিশ্বকাপে আমরা ভালো ক্রিকেট খেলব।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com