শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
ডিইউজে’র সাংগঠনিক সম্পাদক সাঈদ খানকে গ্রেফতার:বিএফইউজে ও ডিইউজে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ আহতরা যেই দলেরই হোক চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী ঢালাওভাবে মামলা-গ্রেপ্তার বন্ধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি সুজনের নিরীহ মানুষ হত্যাকারী রাষ্ট্রীয় সম্পদ ও স্থাপনার নিরাপত্তা  দিতে ব্যর্থ সরকারের ক্ষমতায় থাকার কোন  অধিকার নেই: মির্জা ফখরুল ছাত্র-জনতার খুনের দায়ে সরকারকে পদত্যাগ করতে হবে: বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ জনরোষ থেকে বাঁচাতে সরকার জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও বিরোধীদলের ওপর দোষ চাপানোর অপচেষ্টা চালাচ্ছে: মাওলানা এটিএম মা’ছুম কোটা আন্দোলনকারীদের ওপর হামলায় যুক্তরাষ্ট্র নিন্দা:ম্যাথিউ মিলার পবিত্র আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় কাজ করার জন্য প্রধানমন্ত্রীর আহবান ব্লাকবেঙ্গল জাতের ছাগল মেহেরপুরের দরিদ্র জনগোষ্ঠীর আয়ের অন্যতম উৎস দিনাজপুর হাবিপ্রবিতে সাপ নিয়ে গবেষণায় সফল শিক্ষার্থী কামরুন নাহার কনা

ভারতের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১০ মে, ২০২৪

চলতি বছর অক্টোবরে বাংলাদেশে বসছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। তার ঠিক পাঁচ মাস আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল সফরকারী ভারত। গত বৃহস্পতিবার সিলেটে অনুষ্ঠিত পঞ্চম ও শেষ ম্যাচে ২১ রানে জিতেছে অতিথি দলটি। ফলে ৫-০তে সিরিজ জয় করে নিল হারমানপ্রিত কাউরের দল। গত বছর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ভারতের সাথে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয়ার পর ওয়ানডে সিরিজ ড্র করে নিগার সুলতানার দল। কিন্তু এক বছরেরও কম সময়ের ব্যবধানে সেই দলের কাছে অসহায় আত্মসমর্পণ করল লাল-সবুজরা।
পুরো সিরিজে ব্যাটিং ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ। আজ শেষ ম্যাচে ব্যাটিংয়ে খানিকটা উন্নতি করলেও জয়ের নাগাল আর পাওয়া হলো না। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫৬ রান তোলে ভারত। জবাব দিতে নেমে ৫২ রানে ৫ উইকেট হারিয়ে অন্য ম্যাচগুলোর মতোই বিপর্যস্ত হয়ে পড়ে নিগার বাহিনী। যদিও সেখান থেকে রিতু মনি, শরিফা খাতুন ও রাবেয়া খানের লড়াই দলকে ১৩৫ রানের সম্মানজনক অবস্থানে নিয়ে যায়। হার শেষে বাংলাদেশ দলনায়ক নিগার বলেন, ‘এই সিরিজে আমাদের কঠিন সময় গেছে। তবে আজ ব্যাটারদের দৃষ্টিভঙ্গি ভিন্ন ছিল। ব্যাটিং এমন একটি বিভাগ যা নিয়ে আমাদের কাজ করতে হবে। ব্যাটিংয়ের অ্যাপ্রোচ নিয়ে আমাদের কাজ করতে হবে। দেখুন, ব্যাটাররা সেট হওয়ার পর আউট হয়ে যাচ্ছে। রাবেয়া ও নাহিদা দুজনই ভালো করেছে, টুর্নামেন্টজুড়ে ভালো করেছে মারুফা। আজ রিতু মনি দারুণ পারফর্ম করেছে।’
অক্টোবরে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসছে ভারত। তার আগে এই পারফরম্যান্সে খুশি ভারতীয় দলনায়ক কাউর। তিনি বলেন, ‘এই সিরিজে খেলোয়াড়দের সবার মধ্যে স্থিরতা দেখেছি, বিশ্বকাপের আগে যেমনটি আমি চেয়েছি। এই সিরিজ আর কন্ডিশন বিশ্বকাপে আমাদের সাহায্য করবে। আশাকরি, বিশ্বকাপে আমরা ভালো ক্রিকেট খেলব।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com