নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী মহিলা ভাইস চেয়ারম্যান ববিতা বেগম ৪ নং মাউলী ইউনিয়নবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ১৩ মে (সোমবার ) বিকাল ৪ টা থেকে রাত ১২ টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন বাজার এবং গ্রামের কিছু কিছু জায়গায় গিয়ে প্রত্যেকের সাথে বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নেন। কালিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ববিতা বেগম সৌজন্য সাক্ষাৎ করতে এলে ৪ নং মাউলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার সহ বিভিন্ন নেতাকর্মী তাকে ফুলের মালা পরিয়ে দেন। এ সময় উপজেলার মাউলী ইউনিয়নের চেয়ারম্যান রোজী হক ও মাউলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ খান, মো : মনির শেখ নেতাকর্মীসহ উপস্থিত ছিলেন। অতঃপর তেলিডাঙ্গা , ইসলামপুর গন্ধবাড়ীয়া ঘশিবাড়িয়া মহাজন কাঠাদুরা মাউলী চান্দেরচর, কলাগাছি ভোটারদের ভালবাসায় মোহিত হয়ে ফুলেল শুভেচ্ছা গ্রহন ও মিষ্টি মুখ করেন। নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ববিতা বেগম সকলের সাথে কুশল বিনিময় করে বলেন, আপনারা আমাকে ভালবেসে বিজয়ী করেছেন, আমিও আগামীতে আমার সর্বোচ্চটা আপনাদের জন্য করে যাব বলে দোয়া প্রার্থনা করেন। এ সময় সফর সঙ্গী হিসাবে জীবন সঙ্গী হেমায়েত হেসেন মনি ও দুই জমজ কন্যাসহ অনেকে উপস্থিত ছিলেন। অফিস সূত্রে প্রকাশিত ফলাফল , ৮ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বল প্রতীকে ৪২৪৭৯ ভোট পেয়ে ববিতা বেগম বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিউটি বেগম হাঁস প্রতীকে পেয়েছেন ১৯৩৫৬ ভোট।