শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন

স্মার্টফোনের চার্জ ধীরে হলে যা করবেন

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

স্মার্টফোন একটু পুরোনো হলেই নানা সমস্যা দেখা দেয়। যেমন- ফোন গরম হয়ে যাওয়া, গতি ধীর হওয়া, হ্যাং হওয়া, চার্জ হতে বেশি সময় নেওয়া সহ নানান সমস্যা। ফোনে চার্জ হতে সময় লাগা অনেক বড় সমস্যা বটে।
তবে কয়েকটি সহজ টিপস জানা থাকলে এই সমস্যা নিজেই সমাধান করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক ফোনের চার্জ হতে সময় নিলে কীভাবে তা ফাস্ট করতে পারবেন- ১. ফোনের কভার ব্যবহার করা থেকে বিরত থাকুন। বিশেষ করে যখন ফোন চার্জে দিচ্ছেন কভারটি খুলে ফেলুন। গরমকালে চার্জিংয়ের ফলে স্মার্টফোনে স্বাভাবিকের তুলনায় বেশ তাপ উৎপন্ন হয়। পাশাপাশি ফোনে যদি কভার থাকে তাহলে ব্যাটারি হিট হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। তাই কভার সরিয়ে ফোন চার্জ করুন। ২. ওয়্যারলেস চার্জিং করার সুবিধা থাকে তাহলে তা এড়িয়ে চলুন। কারণ ওয়্যারলেস চার্জিংয়েও প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়।
৩. বাজারের অন্যান্য চার্জার ব্যবহার করবেন না। ফোনের নির্দিষ্ট চার্জার ব্যবহার করুন। এতে ফোনের চার্জ দ্রুত হবে। সেই সঙ্গে ফোন দীর্ঘদিন ভালো থাকবে। ৪. ফোন চার্জে বসিয়ে ব্যবহার করবেন না। অনেকেই ফোন চার্জে দিয়ে গেম খেলেন, সোশ্যাল মিডিয়া স্ক্রোল করেন। এতে প্রসেসর ও ব্যাটারির উপর অত্যধিক পরিমাণে চাপ তৈরি হয়। যার ফলে গতি কমে যায় চার্জিংয়ের। ৫. ফোন থেকে ডিলিট করুন অপ্রয়োজনীয় অ্যাপস। অ্যাপ ছাড়া কোনো কিছুই চলে না। তবে যেগুলো দরকার সেগুলো রেখে অপ্রয়োজনীয় বা বর্তমানে দরকার নেই সেগুলো ডিলিট করে দিন। কারণ আপনি ব্যবহার না করলেও ব্যাকগ্রাউন্ডে সেগুলো ফোনের চার্জ শুষে নেয়।
৬. সব সময় ইউএসবি টাইপ সি চার্জার ব্যবহার করুন। তবে সবচেয়ে জরুরি কোন ওয়াটের চার্জার ব্যবহার করছেন তা জানা। আপনার ফোনের বক্সে বা স্পেসিফিকেশনে চার্জিং ওয়াট লেখা থাকে। তার কম ক্ষমতা সম্পন্ন চার্জার দিয়ে চার্জ করলে গতি ক্রমশ কমে যাবে।
৭. এই মুহূর্তে প্রত্যেক স্মার্টফোনেই ব্যাটারি হেলথ অপশন থাকে। সেখানে ক্লিক করে ব্যাটারি ইউসেজ এবং কী কী কারণে ধীর গতিতে চার্জ করুন। তারপর সেই অনুযায়ী পদক্ষেপ নিন। যদি দেখেন সব কিছু ঠিক আছে তাহলে নিকটবর্তী সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন। সূত্র: মেক ইউজ অব




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com