মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন

শিরোপা জিতে কত টাকা পেল কলকাতা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

আইপিএলের ১৭তম আসরের ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জয় করেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ফাইনাল জিতে কত টাকার প্রাইজমানি পেয়েছে কলকাতা, তা জানার জন্য কৌতুহল রয়েছে ক্রিকেটভক্তদের। আসুন জেনে নেওয়া যাক, প্রাইজমানি হিসেবে কে কত টাকা পেল। চ্যাম্পিয়ন কলকাতা প্রাইজমানি হিসেবে পেয়েছে ২০ কোটি ভারতীয় রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৮ কোটি সাড়ে ২১ লাখ টাকা প্রায়। আর রানার্সআপ হায়দরাবাদ পেয়েছে ১২. ৫ কোটি ভারতীয় রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৭ কোটি সাড়ে ৬৩ লাখ টাকা প্রায়। শুধু কলকাতা-হায়দরাবাদই নয়। প্রাইজমানি পেয়েছে সেরা চারে ওঠা বাকি দুই দলও। তৃতীয়স্থানে থেকে আসর শেষ করা রাজস্থান রয়েলস পেয়েছে ৭ কোটি ভারতীয় রুপির প্রাইজমানি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৯ কোটি ৮৭ লাখ টাকা প্রায়।
আজ ইলিমিনেটর খেলে বাদ পড়া রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পেয়েছে ৬.৫ কোটি ভারতীয় রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৯ কোটি সাড়ে ১৭ লাখ টাকা প্রায়। এছাড়া আসরজুড়ে দারুণ পারফর্ম করে প্রাইজমানি পেয়েছেন ক্রিকেটাররাও। এর মধ্যে সবচেয়ে বড় অংকের পুরস্কার পেয়েছেন কলকাতার সুনিল নারিন। আসরের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হিসেবে ১২ লাখ রুপির প্রাইজ মানি পেয়েছেন তিনি। সর্বোচ্চ রান সংগ্রহ (১৫ ম্যাচে ৭৪১ রান) করে ১০ লাখ রুপির প্রাইজমানি পেয়েছেন বিরাট কোহলি। সমান অর্থ পেয়েছেন সবার্ধিক উইকেটশিকারি (১৪ ম্যাচে ২৪) পা াব কিংসের হার্শাল প্যাটেল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com