সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:১৬ অপরাহ্ন

নড়াইলে শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের প্রশিক্ষণ

নড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১ জুন, ২০২৪

জেলায় যৌন নির্যাতনের শিকার শিশু অনুসন্ধান, উদ্ধার এবং শিশু বান্ধব আদালত পদ্ধতি বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।এসোসিয়েশন ফর কমিউিনিটি ডেভেলপমেন্ট (এসিডি), রাজশাহী’র আয়োজনে শনিবার সকাল ১০ টায় পুলিশ লাইনস’র ড্রিলশেডে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার মোহা: মেহেদী হাসান। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন এসিডির প্রকল্প সমন্বয়কারী মো: মনিরুল ইসলাম, সুফাসেক প্রকল্প কর্মকর্তা মো: রফিকুল ইসলাম ও পুলিশ পরিদর্শক মো: শহিদুল ইসলাম। সুফাসেক ডাউন টু জিরো অ্যালায়েন্স বাংলাদেশ (স্টেপিং আপ দ্যা ফাইট অ্যাগেইনেস্ট সেক্সচুয়াল এক্সপ্লয়েটেশন অফ চিলড্রেন) প্রকল্পের আওতায় প্রশিক্ষণের আয়োজন করে প্রতিষ্ঠানটি। ডাচ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স, নেদারল্যান্ডস এবং ফ্রি অ্যা গ্যর্ল’র সহযোগিতায় আয়োজিত এই সভায় যৌন শোষণের মাত্রা, পরিধি এবং প্রেক্ষাপটের ওপর আলোকপাত করেন পুলিশ সুপার। সুফাসেক প্রকল্প কর্মকর্তা মো: রফিকুল ইসলাম বলেন, সংস্থার সেল্টার হোম কর্মসূচির আওতায় ১২ থেকে ১৮ বছর বয়সী শিশুদের তথ্যানুসন্ধান, উদ্ধার, আশ্রয় প্রদান, খাদ্য সহায়তা,পোশাক প্রদান, মনো-সামাজিক সেবা,স্বাস্থ্য সেবা, শিক্ষা, আইনী সহায়তা, বিনোদন, জীবন দক্ষতা প্রশিক্ষণ, কারিগরী প্রশিক্ষণ প্রদানসহ পূর্নবাসনের ব্যবস্থা করা হয়। প্রশিক্ষণে জেলায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক, সহকারি উপ-পরিদর্শক, কনষ্টেবলসহ ২৫ জন সদস্য প্রশিক্ষণে অংশ নেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com