সারা বিশ্বের ন্যায় গতকাল সকাল দশটায় ‘‘কর্মভূমি পুনরুদ্ধার রুখবো মরু মমতা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’’ এই প্রতি পাদ্যকে সামনে রেখে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সিরাজগঞ্জ এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে কালেক্টরেট ভবনের সামনে থেকে বিশাল র্যালী বের করা হয়। সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) র্যালীর উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। র্যালীর শেষে স্থানীয় অফিসার ক্লাব হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের সভাপতিত্বে এবং গ্রীন সিরাজগঞ্জ ক্লিন সিরাজগঞ্জ এর পরিচালক আশীস আহমেদের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মূল প্রতিপাদ্য পাঠ করেন পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ আব্দুল গফুর ।অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোঃ ওবায়দুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইচ্ছাক আলী, মোহাম্মদ রহিম উদ্দিন (ব্র্যাক) ও আতিকুর রহমান (এনডিপি)। অনুষ্ঠান শেষে বন ও পরিবেশ মন্ত্রণালয় সিরাজগঞ্জের আয়োজনে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী, সুজনেরা এবং বন ও পরিবেশ মন্ত্রণালয় সিরাজগঞ্জের কর্মকর্তা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।