মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:২৪ অপরাহ্ন

চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির আজীবন সদস্য পূবালী ব্যাংকের চেয়ারম্যান পুনঃনির্বাচিত হওয়ায় মনজুর রহমানকে সিবিএস’র ফুলেল শুভেচ্ছা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির(সিবিএস) আজীবন সদস্য মনজুরুর রহমান পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার সংগঠনের সাধারণ সম্পাদক ও এনসিসি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ-আল-কাফি মজুমদারের নেতৃত্বে চেয়ারম্যান কার্যালয়ে সংগঠনের কার্যকরি কমিটির সদস্যবৃন্দ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সংগঠনের সমন্বয়ক এস. এম. হাবিব মহসিন সুধনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন এম ছাদেক হোসাইন, উপদেষ্টা পরিষদের সদস্য ও অগ্রনী ব্যাংক অগ্রনী দুয়ারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুজ্জামান, যুগ্ম সাধারন সম্পাদক ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম শহিদুল হক খন্দকার, আন্তর্জাতিক সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ জয়নাল আবেদিন খান, সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা কামরুজ্জামান সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নোমান, সিটিজেন ব্যাংকের কর্মকর্তা এস এন ইউসুফসহ সংগঠনের অনান্য সদস্যবৃন্দ। উল্লেখ্য, গত ৬ জুন ব্যাংকের ৪১তম বার্ষিক সাধারণ সভায় তিনি পুবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মঞ্জুরুর রহমান চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের চিওড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ^বিদ্যালয় থেকে ¯œাতক ডিগ্রী সম্পন্ন করা মনজুরুর রহমান বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর সফল ব্যবসায়ী। তিনি ব্যাংক, ইন্স্যুরেন্স ও রপ্তানীমুখী চা শিল্পে ৫৭ বছরেরও বেশী সময় নেতৃত্ব দিয়ে আসছেন এবং বর্তমানে রেমাটি কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ও তিনি লাফার্জ হোলাসিম বাংলাদেশ লিমিটেডের সতন্ত্র পরিচালক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিক লিমিটেড কোম্পানীজ এর নির্বাহী কমিটির একজন নির্বাচিত সদস্য ছিলেন। তিনি চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির আজীবন সদস্য। তাঁর পিতা মরহুম খান বাহাদুর মোখলেসুর রহমান ১৯১৬ সালে কলকাতা বিশ^বিদ্যালয় থেকে আইন বিষয়ে ¯œাতক ডিগ্রি অর্জন করেন এবং চা শিল্পের একজন সফল উদ্যোক্তা ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com