মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৩০ অপরাহ্ন

চেয়ারে বসলেন পাঁচবিবি উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা

আব্দুল কাইয়ুম জয়পুরহাট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

জনতার ভোটে নির্বাচিত হয়ে প্রথম বারের মত বহুল কাংখিত সেই চেয়ারে বসে প্রথম কর্মদিবস সফলভাবে অতিবাহিত করলেন পাঁচবিবি উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা। বুধবার (১২ই জুন) বিকেলে পাঁচবিবি উপজেলা পরিষদের কার্যালয়ে তিনি প্রথম কর্ম দিবসের শুরুতে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যানের আসনে বসেন। এ সময় পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা সহ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা প্রথম কর্ম দিবসের শুরুতে উপজেলা পরিষদের বাহিরে বিপুল সংখ্যক উৎসুক নেতা-কর্মী ও শুভাকাংখীদের উপস্থিতি দেখা যায় এবং নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় সকলে বরণ করেন। পরে নতুন চেয়ারম্যান উপজেলা পরিষদের প্রথম সভা করেন। এদিকে একই দিনে নিজ নিজ দপ্তরে প্রথম দিনে অফিস করে সফলভাবে অতিবাহিত করেন পাঁচবিবি উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো: আকরাম হোসেন তালুকদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা। গত মঙ্গলবার রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীরের নিকট শপথ গ্রহন করেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা। এসময় ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন তালুকদার ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানাও শপথ গ্রহন করেন। বুধবার বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানার উপস্থিতিতে পরিষদের বিদায়ী চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না নবনির্বাচিত চেয়ারম্যান সাবেকুন নাহার শিখাকে দ্বায়িত্ব বুঝে দেন। গত ২১’মে দ্বিতীয় ধাপে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে ৩৮,৩০৯ ভোট পেয়ে দেশের একমাত্র সর্বকনিষ্ঠ নারী চেয়ারম্যান নির্বাচিত হন সাবেকুন নাহার শিখা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com