মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ০২:১৬ অপরাহ্ন

রামগতিতে একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের তৃতীয় বর্ষপূর্তিতে মিলনমেলা

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২২ জুন, ২০২৪

লক্ষ্মীপুরের রামগতিতে সামাজিক সংগঠন “একতা ব্লাড ডোনেট” নামের একটি সামাজিক সংগঠনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক মিলনমেলার আয়োজন করা হয়। শুক্রবার দিনব্যাপী রামগতি রাব্বানিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভা ও আনন্দ র‌্যালী। সংগঠনটির প্রধান উপদেষ্টা ডাক্তার ইহতেশামুল গনি ফাহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরগাজী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর আক্তার হোসেন বাচ্চু, বড়খেরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: ওসমান গনি, সংগঠনের সভাপতি মো: ইলিয়াছ খান ও সাধারণ সম্পাদক তানভীর ইভান প্রমুখ। এসময় একতা ব্লাড ডোনেটের সকল স্বেচ্ছাসেবীগণ এবং কার্যনির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মানবিক কাজে বিশেষ অবদান রাখায় তৃতীয় বর্ষপূর্তিতে সংগঠনের সেচ্ছাসেবীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।অনুষ্ঠানে বক্তাগণ বলেন, একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠন রামগতি উপজেলার বিপন্ন মানুষের পাশে থেকে গত তিন বছর ধরে সহস্রাধিক মুমূর্ষ রোগিদের রক্তদান, বিভিন্ন স্থানে ফ্রি ব্লাড ক্যাম্পিং, শীত বস্ত্র বিতরণ, ঈদ সমগ্রী বিতরণ সহ ও করোনাকালীন সময়ে নিম্মমধ্যবিত্ত মানুষের পাশে দাড়িয়েছেন, খাদ্যের জোগান দিয়েছেন, রমজানে শতাধিক হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণসহ বিভিন্ন মানবিক সেবা পরিচালনা করে আসছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com