শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:৫৫ অপরাহ্ন

খাবারে ওষুধ মিশিয়ে খালেদা জিয়াকে অসুস্থ করা হয়েছে : রিজভী

ইকবাল হোসেন:
  • আপডেট সময় সোমবার, ২৪ জুন, ২০২৪

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে খাবারে ওষুধ মিশিয়ে বেগম খালেদা জিয়াকে অসুস্থ করা হয়েছে। গতকাল সোমবার নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মহিলা দলের দোয়া মাহফিলে তিনি এই অভিযোগ করেন।
রিজভী ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের ভয়ে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় সহযোগিতা না দিয়ে ইউনাইটেড হাসপাতাল অমানবিক আচরণ করেছে। এ ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন বিএনপির এই মুখপাত্র।
তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়ে খাবারের মধ্যে নানা রকমের ওষুধ দিয়ে অসুস্থ করা হয়েছে। উদ্দেশ্য হলো, তাকে তিলে তিলে শেষ করা।
‘যে নেত্রীকে দেখলাম পায়ে হেঁটে কারাগারে ঢুকলেন, সেই নেত্রী বের হলে হুইল চেয়ারে। আজকে তিনি একের পর এক রোগাক্রান্ত, একের পর এক অসুস্থতায় ভুগছেন। এটার অন্য কোনো কারণ নেই। এটার নতুন করে অন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন পড়ে না। বেগম খালেদা জিয়াকে তিলে তিলে শেষ করার জন্য কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। তাকে খাবারের মধ্যে নানা ধরনের ওষুধ দিয়ে নানা অসুস্থতায় ভোগানো হচ্ছে।’
বেগম খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তাকে উন্নত চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। সম্প্রতি পুলিশ অ্যাসোসিয়েশনের দেয়া বিবৃতি গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ, এটি সংবাদপত্রের প্রতি হুমকি বলে মন্তব্য করে রিজভী বলেন, প্রশাসন ক্যাডার এখন এমন লাভজনক হয়েছে। ডাক্তার এবং ইঞ্জিনিয়াররাও এ পেশায় চলে আসতে চায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com