শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন

টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধিতে নবনিযুক্ত সেনাপ্রধানের শ্রদ্ধা নিবেদন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

গতকাল গোপালগঞ্জে টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নবনিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি পুষ্পস্তবক অর্পণ এবং গার্ড অব অনার প্রদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন (এজি), ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, ব্রিগেঃ জেনাঃ মোহাম্মদ কামরুল হাসান (এমএ টু সিএএস), ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনীরুল ইসলাম (ডিপিএস), ২১ ব্রিগেড কমান্ডার ব্রিগেঃ জেনাঃ মোঃ মাজহার আল কবির, খুলনা শাখা ডিজিএফআই এর কর্নেল জিএস কর্নেল সৈয়দ আসাদুজ্জামান, সেনাপ্রধানের নিরাপত্তা অফিসার লেঃ কর্নেল আশিকুল হক, অধিনায়ক (১০ ইবি) লেঃ কর্নেল মাকসুদুল আলম, লেঃ কর্নেল মুনতাসির (এসসিও খুলনা শাখা ডেড কমান্ডার), মেজর মোঃ শোয়াইব রিফাত অমি (ডিএমএ টু সিএএস), বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন, মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু, গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, টু্ঙ্িগপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া উপজেলা নিবার্হী অফিসার মোঃ মঈনুল হক সহ বাংলাদেশ সেনাবাহিনীর (৫০/৬০) জন অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ই আগষ্ট ১৯৭৫ সালের বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পরে সেনাপ্রধান সমাধির প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com