মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলা ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ/২০২৪-২৫ মৌসুমে ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ এবং সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমাল/প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে পুনর্বাসন কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে খরিপ/২০২৪-২৫ মৌসুমের জন্য বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ জুন ) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গনে এ কর্মসূচির আওতায় প্রোণোদনা কর্মসূচীর আওতায়- ১০০ জন পূনর্বাসন কর্মসূচীর আওতায়- ২০০ জন কৃষকের মাঝে এ প্রণোদনা বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মি কায়সার সভাপতিত্বে অতিথি জনাব উপজেলা পরিদের ভাইস চেয়ারম্যান, মোঃ সাইফুল ইসলাম মন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মীনা আক্তার (মিনু)। স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ উপজেলা কৃষি অফিসার মোঃ মায়সাল আরাফাতবিন ছিদ্দিক প্রমুখ। কৃষি বিভাগ জানায়, প্রণোদনার আওতায় ৩০০ জন কৃষক কে জন প্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএসপি সার ১০ কেজি এম ও পি সার দেয়া হয়েছে।