শনিবার, ২৯ জুন ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন

তিস্তা সেচ ক্যানেলের ধারে পড়ে থাকা মাইন সদৃশ বোমা উদ্ধার

সোহাগ ইসলাম নীলফামারী
  • আপডেট সময় বুধবার, ২৬ জুন, ২০২৪

নীলফামারীর কিশোরগঞ্জে তিস্তা সেচ ক্যানেলের ধারে পড়ে থাকা একটি মাইন সদৃশ বোমা উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে এটি মুক্তিযুদ্ধের সময়ের। বুধবার (২৬ জুন) দুপুরে উপজেলার বাজেডুমরিয়া ক্যানেল বাজার এলাকা থেকে বোমাটি উদ্ধার করা হয়। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, তিস্তা সেচ ক্যানেলের ধারে শিশুরা খেলছিল। এ সময় একটি মাইন সদৃশ বোমা পড়ে থাকতে দেখে তারা। পরে শিশুরা আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। স্থানীয় লোকজন সেখানে গিয়ে মাইন সদৃশ বোমা নিশ্চিত হয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে। কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) পলাশ চন্দ্র মন্ডল বলেন, তিস্তা সেচ ক্যানেল এলাকায় একটি মাইন সদৃশ বোমা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হবে। তারা এসে এটি নিষ্ক্রিয় করবে। এর আগে গত ২২ এপ্রিল একই জায়গায় ক্যানেলের পাশে পতিত জমি খননের সময় একটি থ্রি নট থ্রি রাইফেল, দুটি মাইন ও একটি মর্টার শেল উদ্ধার করা হয়। পরে সেটি বোম্ব ডিসপোজাল ইউনিট এসে নিষ্ক্রিয় করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com