শনিবার, ২৯ জুন ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন

সহায়তা কেন্দ্র (আসা নাক) জামালপুরের সাধারণ সম্পাদক কাউছারের বিরুদ্ধে একযোগে অনাস্থা

জামালপুর প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৬ জুন, ২০২৪

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রেজিস্ট্রেশন নাম্বার:- ৩৫৭৬ আইন সহায়তা কেন্দ্র (আসক) জামালপুরের সাধারণ সম্পাদক শাহ মোঃ কাউছারের বিরুদ্ধে অনাস্থা দিয়েছে ১১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি সহ ৯ জন। অনাস্থা প্রদানকারী গণ হলেন সভাপতি মোঃ জাকির হোসেন খান, সহ-সভাপতি অ্যাডভোকেট আলতাবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, ধ্রুর ভৌমিক, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ নাজিম হোসেন সরকার, সহ-সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান ভূঁইয়া দপ্তর সম্পাদক জুয়েল আমিন প্রচার সম্পাদক মোঃ মোখলেসুর রহমান ও সদস্য মোঃ রেজাউল করিম। জানা গেছে সংস্থার আইন-শৃঙ্খলা না মানা, বিভিন্ন জায়গায় প্রতারণা সহ বিভিন্ন মামলায় জেল হাজত খাতা উপ সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানে আইনি সহায়তা নিতে আসা বিভিন্ন সেবা প্রত্যাশীদের কাছ থেকে ফোনের মাধ্যমে অনৈতিকভাবে ভয় ভীতি দেখিয়ে টাকা দাবি করা, টাকা দিতে অক্স স্বীকৃতি জানালে অশ্লীল ভাষায় গালিগালাজ করা এবং মামলা মোকদ্দমার ভয় দেখানো সহজ সংস্থার আইনের অপব্যবহার করা ছাড়াও সংস্থাসহ স্বভাব সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদকসহ অন্যান্য সম্পাদক মন্ডলী অফিসের না আসতে হুমকি প্রদান এবং উক্ত সংস্থাটি তার ব্যক্তিগত সম্পত্তি বলে দাবি করার মতো অপরাধের তদন্ত করার পর, উক্ত অপরাধগুলোর ব্যাপারে সততা প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির সকলেই একযোগে কাউছারের বিরুদ্ধে অনাস্থা প্রদান করেন। এবং তার সাথে যে কোন প্রকার লেনদেনের দায়-দায়িত্ব সংস্থার অন্য কেউ বহন করবে না বলে জানানো হয়। পাশাপাশি তার বিরুদ্ধে যে কেন প্রকার ফৌজদারি অপরাধে মামলা দায়ের হলে তাতে সংস্থাটির অন্য কেউ জড়িত হবে না বলে ঘোষণা প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com