শনিবার, ২৯ জুন ২০২৪, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম ::

দুর্গাপুরে ফসল রক্ষায় কৃষকদের মানববন্ধন

দুর্গাপুর প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

নেত্রকোনার দুর্গাপুরে পাহাঢ়ি ঢল থেকে ফসল রক্ষায় সোমেশ্বরী নদী খননের দাবীতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কৃষকদের পক্ষে বক্তব্যে আশ্রাব আলী, মামুনুর রশিদ, ফরিদ মিয়া, শহিদুল ইসলাম, ইন্তাজ আলী, কবীর মিয়া, মোতালেব, ফজলু, আমিনুল প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবছরই পাহাড়ি ঢলের সাথে ধেয়ে আসা বালু আমাদের কৃষকদের জমিতে পড়ে জমি গুলো বালুর স্তরে পরিণত হয়। ২০১০ সাল থেকে সোমেশ্বরী নদীতে বালু উত্তোলনের জন্য ইজারা কার্যক্রম শুরু হয়। এরপর থেকে কৃষকদের জমি গুলো বালুর স্তর পড়া থেকে রক্ষা পেয়ে আসছে। বর্তমানে সোমেশ^রী নদীর ইজারা বন্ধ থাকায় নদী থেকে বালু উত্তোলনও বন্ধ রয়েছে। বর্তমান বর্ষা মৌসুমে পাহাড়ী ঢল অব্যহত থাকায় পুনরায় আমাদের জমি গুলোতে বালু আসার সম্ভাবনা রয়েছে। তাই মাননীয় ধানমন্ত্রীর কাছে আমাদের দাবী সোমেশ্বরী নদীর দুই পাড়ে স্থায়ী বেড়ি বাঁধ সহ নদীটি খনন করে আমাদের ফসলি জমি রক্ষার জন্য জোর দাবী জানাচ্ছি। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি দেন কৃষকরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com