জনগণের রায়কে সম্মান দিয়ে আগামীতে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান নাজিম উদ্দিন মুহুরীকে ফটিকছড়ির মাটি ও মানুষের কল্যাণে নিবেদিত থেকে কাজ করে যেতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম। শুক্রবার (২৮শে জুন) রাতে গোপালঘাটা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ির সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম। সমাজসেবক এম এ সামাদের সভাপতিত্বে ও মাস্টার জসিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আফতাব উদ্দিন চৌধুরী, বন ও পরিবেশ সম্পাদক আবু তালেব চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ ও জেলা পরিষদ সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, ফটিকছড়ি পৌর মেয়র আলহাজ্ব মো. ইসমাইল হোসেন, চট্টগ্রাম আইন কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর চৌধুরী, ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আলম, ফটিকছড়ি উপজেলা আওয়ামী সহ-সভাপতি শফিউল আলম ও সাদাত আনোয়ার সাদী, ফটিকছড়ি উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আকতার নুপুর, লেলাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কুতুব উদ্দিন মুহুরী ও ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ সদস্য নুরুল আলম।