শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৩:২৭ পূর্বাহ্ন

নোয়খালীর কবিরহাটে বৃদ্ধাকে হত্যাকরে স্বর্ণালংকার লুট মৃত্যহেহ উদ্ধার

মোঃ হারুন (কবিরহাট) নোয়াখালী
  • আপডেট সময় শনিবার, ২৯ জুন, ২০২৪

নোয়াখালীর কবিরহাটে এক বৃদ্ধা নারীর পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। থানার ভারপাপ্ত কর্মকর্তা, হুমায়ুন কবির, বলেন এটা নিশ্চিত হত্যা কান্ড, কি কারনে ঘটেছে, এটা তদন্তে বেরিয়ে আসবে। নিহত ফিরোজা বেগম(৭৫) উপজেলার ধানশালিক ইউনিয়নের ২ নং ওয়াড পঞ্চায়েত বাড়ির মৃত আবু বক্কর ছিদ্দিকের স্ত্রী। শনিবার (২৯ জুন) সকাল ৮ টার দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নের ২নংওয়াড পঞ্চায়েত বাড়ির পুকুর পাড় থেকে পুলিশ এই মরদেহ উদ্ধার করে। এর আগে, শুক্রবার দিবাগত রাতে একই বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফিরোজা বেগম স্বামীর ঘরে একা থাকতেন। প্রতিদিনের ন্যায় ফিরোজা বেগম নিজ শয়ন কক্ষে একা ঘুমিয়ে পড়েন। সকালে তার বড় ছেলে রফিক উল্যাহ ঘুম থেকে উঠলে মায়ের ঘরের দুটি দরজা খোলা দেখেন। পরে তাকে তার এক ভাগনে জানান তার মায়ের বসত ঘরের সিঁট কাটা রয়েছে। পরবর্তীতে বসত ঘর সংলগ্ন পুকুর পাড়ে ভিকটিমের পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে ভিকটিমের এক নাতি তার বড় ছেলে রফিক উল্যাহকে বিষয়টি জানান। খোঁজ নিয়ে জানা যায়, নিহত বৃদ্ধা সব সময় হাতে দুটি স্বর্ণের বালা, গলায় হার, কানে দুল ও হাতে দুটি স্বর্ণের আংটি ব্যবহার করতেন। ধারণা করা হচ্ছে, ওই স্বর্ণালংকার লুট করার জন্যই তাকে হত্যা করা হয়। নিহতের স্বজনদের দাবি কানের একটি দুল কান থেকে নেওয়ার সময় তার কানেও রক্তাক্ত জখম হয়। মরদেহের সাথে বৃদ্ধার ব্যবহৃত কোনো স্বর্ণালংকার পাওয়া যায়নি। দুর্বৃত্তরা বৃদ্ধাকে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে যায়। পরিবারের লোক জন স্থানীয়দের মতে, স্বর্ণালংকারের লোভেই এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে। ঘটনার স্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) মোঃ মোর্তাহীন বিল্লাহ কবিরহাট থানার ভারপাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির,ও সি তদন্ত কাজী তোবারক হোসেন, পি ভি আইয়ের তদন্ত টিম এবং ডি,ভি পুলিশের তদন্ত টিম। অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সর্কেল) মোঃ মোর্তাহীন বিল্লাহ নিশ্চিত করে বলেন, বৃদ্ধার পা বাঁধা ও মুখে রক্ত ছিলো। প্রাথমিকভাবে বিষয়টি একটি হত্যাকান্ড প্রতিয়মান হচ্ছে। রহস্য উদঘাটনে তদন্ত চালানো হচ্ছে। ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com