রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কবি আসাদ বিন হাফিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল। কবিকে দেখতে ও তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল। গতকাল শনিবার হাসপাতালে যাওয়ার সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মুহাম্মদ ফখরুদ্দিন মানিক, সাহিত্য সংস্কৃতি বিভাগ ঢাকা মহানগরী উত্তরের সভাপতি আবেদুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খান, সাহিত্য সাংস্কৃতিক কেন্দ্রের সেক্রেটারি মাহবুব মুকুলসহ অন্যান্য নেতা। নূরুল ইসলাম বুলবুল কবি আসাদ বিন হাফিজের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তার সুস্থতা কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ দোয়া মোনাজাত করেন।