‘অনিবার্য বিপ্লবের ইশতিহার’ এর কবি খ্যাত আশির দশকের অন্যতম শ্রেষ্ঠ কবি আসাদ বিন হাফিজের আশু রোগমুক্তি কামনায় গত ২৯ জুন রাতে রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ কালচারাল একাডেমির উদ্যোগে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করা হয়েছে। বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি শিল্প ও সাহিত্য সংগঠক আবেদুর রহমানের পরিচালনায় দোয়া ও মোনাজাতে বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি,সাহিত্যিক,গীতিকার ও সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন কবি আল মুজাহিদী, কবি ও গবেষক ড. মাহবুব আল হাসান, কথাসাহিত্যিক নাসীমুল বারী, কালচারাল একাডেমির সেক্রেটারি শিল্প ও সাহিত্য সংগঠক ইবরাহীম বাহারী, কবি শহীদ সিরাজী, কবি গীতিকার আমিনুল ইসলাম,ইব্রাহীম মন্ডল, ইয়াকুব বিশ্বাস, আবৃত্তিকার শামীম আহসান, মুস্তাগীছুর রহমান, কারী নুরুদ্দীন প্রমুখ। তারা কবির আশু রোগমুক্তি কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া ও মোনাজাত করেন।