শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::
দাবা খেলতে খেলতেই মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়া আসমা আব্বাসীর ইন্তেকাল রোহিঙ্গা সঙ্কট: আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ও সহায়তা কমছে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় হাতের টানে ঊঠে যাচ্ছে রাস্তার পিচ দেবিদ্বারে ঝূঁকিপূর্ণ সেতুতে চালক ও যাত্রীদের আতংকে পারাপার পাঁচবিবিতে বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র বিক্রি শুরু গাইবান্ধায় দিনমজুরের বাড়ীঘর ভাংচুর লুটপাট কোটা বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কালীগঞ্জে মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে উপজেলা আওয়ামী লীগের একাংশের মিছিল ফরিদপুরে টানা চতুর্থ দিনের মতো চলছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি

ধনবাড়ী কদমতলী বাজারের সড়ক পাকাকরণ কাজের শুভ উদ্বোধন

জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার কদমতলী বাজার থেকে রাজার হাট পর্যন্ত সড়কের প্রথম ১ কিঃ মিঃ সড়ক পাকাকরণ কাজের শুভ উদ্বোধন হয়েছে। গতকাল সকাল ১০টায় কদমতলী বাজার থেকে রাজার হাট পর্যন্ত সড়কের প্রথম ১ কিঃ মিঃ সড়ক পাকাকরণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানটি পলিশার পাড় গ্রাম উন্নয়ন পরিষদ এর সৌজন্যে জনাব মোঃ জাহিদুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার, মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা প্রকৌশলী জনাব মোঃ শফিকুল ইসলাম ম-ল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান, ১নং বীরতারা ইউনিয়ন পরিষদ, ধনবাড়ী, জনাব আহাম্মদ আল ফরিদ। উক্ত উদ্বোধন অনুষ্ঠা?নে আরো উপস্থিত ছিলেন, ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুর রাজ্জাক, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোজাম্মেল হক, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ দুলাল হোসেন, কদমতলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, ভেঙ্গুলা আলীম মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা আব্দুস ছামাদ, পলিশার পাড় গ্রাম উন্নয়ন পরিষদ এর সহসভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ ফরিদুল আলম, যুগ্ম সাধারন সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক রাইসুল ইসলাম সেলিম, ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শাহ্ পরানুল ইসলাম রনি সহ এলাকার সর্বস্তরের জনগন। এ সময় পলিশার পাড় গ্রাম উন্নয়ন পরিষদ এর সভাপতি জনাব মোঃ জাহিদুল হাসান বলেন, পলিশার পাড় গ্রাম উন্নয়ন পরিষদ ইতোমধ্যে গ্রামের সার্বিক উন্নয়নের অংশ হিসেবে গ্রামের মেধাবী এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অ+ প্রাপ্ত শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও ক্রেস্ট প্রদান, বৃক্ষরোপণ, দুস্থদের মধ্যে ঈদে খাদ্য সামগ্রী বিতরণ, সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একাধিক সেমিনার আয়োজন, ডিজিটাল নানাসেবা পাওয়ার কার্যকর ব্যবস্থা চালুকরণসহ নানা উদ্যোগ চালিয়ে যাচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com