শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় হাতের টানে ঊঠে যাচ্ছে রাস্তার পিচ দেবিদ্বারে ঝূঁকিপূর্ণ সেতুতে চালক ও যাত্রীদের আতংকে পারাপার পাঁচবিবিতে বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র বিক্রি শুরু গাইবান্ধায় দিনমজুরের বাড়ীঘর ভাংচুর লুটপাট কোটা বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কালীগঞ্জে মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে উপজেলা আওয়ামী লীগের একাংশের মিছিল ফরিদপুরে টানা চতুর্থ দিনের মতো চলছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি রাঙ্গাবালীর চরমোন্তাজ নয়ার চরে এক মৎস্য খামারীর আর্তনাদ রংপুর বিভাগের নব নির্বাচিত ১৬ জন উপজেলা চেয়ারম্যান ও ৩৪ জন ভাইস চেয়ারম্যানের শপথগ্রহণ গ্রামীণ ব্যাংক এরিয়া শাখার উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ

দুর্গাপুরে বঙ্গববন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

নেত্রকোনার দুর্গাপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ডন বস্কো কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ইউএনও এম. রকিবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) বক্তব্যে রাখেন নেত্রকোনা-১ আসনের এমপি মোশতাক আহমেদ রুহী। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুস ছালাম, সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফাহমী ভূঞাঁ, শারমীন আক্তার কাকলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, যুব উন্নয়নের কর্মকর্তা পারভেজ হাসান, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বিপ্লব মজুমদার, ডন বস্কো কলেজের পরিচালক ফাদার পাওয়েল কোচিওলেক, কলেজের অধ্যক্ষ রুমন রাংসা, ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, মো. রফিকুল ইসলাম রুহু, তদন্ত ওসি মাহফুজ আলম সহ ওয়ার্ড কাউন্সিলর, ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। খেলায় ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে মোট ৮টি দল অংশগ্রহন করেছে। চুড়ান্ত পর্যায়ের খেলায় নির্ধারিত সময়ে দুর্গাপুর পৌরসভাকে ১-০ গোলে পরাজিত করে দুর্গাপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়। একই দিন দুপুরে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিরিশিরি ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে কুল্লাগড়া ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ অর্জনকারী দলের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা। প্রধান অতিথি এমপি মোশতাক আহমেদ রুহী বলেন, একজন ভালো খেলোয়ার কোনদিনই বি-পথে যেতে পারে না। দুর্গাপুর উপজেলার ক্রীড়া উন্নয়নে যা যা করা দরকার সকল কিছু করার আশ^াস দেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com