সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫০ অপরাহ্ন

মোচিক ব্যবস্থাপনা পরিচালকের কক্ষে হট্টগোল, হুমকি: থানায় ডায়েরি

হুমায়ুন কবির (কালীগঞ্জ) ঝিনাইদহ
  • আপডেট সময় বুধবার, ৩ জুলাই, ২০২৪

দেশের দক্ষিন পশ্চিম অঞ্চলের একমাত্র রাষ্ট্রীয় ভারি শিল্প প্রতিষ্ঠান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ সুগার মিলে প্রতিনিয়ত দ্বন্দ্ব যেন লেগেই আছে। মিলটিতে বিভিন্ন কারণে ধারাবাহিক দ্বন্দ্ব যেন নিত্য নৈমত্তিক ব্যপার। ধারাবাহিক দ্বন্দ্ব এবার গড়ালো মিলটির ব্যস্থাপনা পরিচালক সাইফুল ইসলামের নিজ কক্ষে। এ ঘটনায় গতকাল (৩ জুলাই) মিলটির সহ-ব্যবস্থাপক জামাল উদ্দিন কালীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, বুধবার সকাল ৯ টা ৩০ মিনিটের দিকে মুশফিকুর রহমান ডাবলু (মৌসুমি চালক), আতিয়ার রহমান (টাইপ কিপার, হিসাব বিভাগ) রফিকুল ইসলাম (করনিক, হিসাব বিভাগ) ও আব্দুর রহিমের (গ্যারেজ ফিটার) নেতৃত্বে ২০-২৫ জন ব্যবস্থাপনা পরিচালকের রুমে ঢুকে তাকেসহ মিলটির শ্রমিক কর্মচারী উনিয়নের সভাপতি গোলাম রসুল ও সাধারন সম্পাদক শরিফুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ ও নানা রকম হুমকি প্রদান করেন। এ ঘটনার পর মিলটির সহ-ব্যবস্থাপক (সংস্থাপন শাখা) জামাল উদ্দিন বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ব্যাপারে মুশফিকুর রহমান ডাবলু (মৌসুমি চালক) জানান, সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল আজ ৯ বছর বিনা ভোটে শ্রমিক ইউনিয়নের ক্ষমতায় আছে। তিনি কোন দিন শ্রমিকদের আয় ব্যায়ের হিসাব দেন না। আমরা সকালে জানতে পারি গোলাম রসুল সাহেব ব্যাবস্থাপনা পরিচালক স্যারের রুমে আছেন। আমরা এ কথাগুলোই তার কাছে শুনতে সেখানে যায়। এ ছাড়া ওখানে কোন ঘটনা ঘটেনি। এ ব্যাপারে মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এরই মধ্যে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাছাড়া থানায়ও বিষয়টি জানিয়েছি।থানায় করা সাধারণ ডায়েরির ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ মুঠোফোনে জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com