সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ৩য় দিনের মতো তিনঘন্টা ব্যাপি বরিশাল পটুয়াখালী-কুয়াকাট সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন শিক্ষার্থীরা। এসময় নগরীর রুপাতলী এলাকার কাঠালতলা এলাকা থেকে বিশ^বিদ্যালয় পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে দূরপাল্লার যাত্রীবাহি ও মালবাহি গাড়ি সহ বিভিন্ন কয়েকশত গাড়ি আটকা পরে। অপরদিকে কুয়াকাটা পটুয়াখালী খেকে ছেড়ে আসা দূরদুরান্তের অর্ধশতাকি গাড়ি নলচিঠির জিরো পয়েন্ট থেকে বিশ^বিদ্যালয় এলাকায় গাড়িগুলো আটকা পড়ায় য্ত্রাীবাহির কয়েকশত যাত্রী চরম দূর্ভোগের মধ্যে সময় কাটায়। বুধবার (৩ জুলাই) সকাল থেকে বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করে বিভিন্ন প্লাকার্ড বহন করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে বেলা ১১টার দিকে মিছিল সহকারে ক্যাপাস থেকে বেড় হয়ে বরিশাল পটুয়াখালী সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সভা করে। এসময় শিক্ষার্থীরা প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠীর কোটা বাদে সব কোটা পদ্ধতি বাতিলের দাবি জানান। এছাড়া এ দুটি কোটা কোনো ব্যক্তি একবারের বেশি ব্যবহার বন্ধের দাবি তোলেন তারা। এসময় বিক্ষুব্দ শিক্ষার্থীরা আরো বলেন আমরা কোটাভিত্তিক কামলা চাইনা। আমরা মেধাভিত্তিক আমলা চাই। এসময় শিক্ষার্থী আরো বলেন, আমাদেরতো এখন ক্লাশে থাকার কথা ছিল। আমাদের রাস্তায় কারা নিয়ে এসেছে যে জিনিস ১৮ সালে মিমাংশা হয়েছিল আজ ২৪ সালে এইযে মশকারা করেছে তাদের চিহ্নিত করতে হবে। তারা বলেন, কোটা পদ্ধতির কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অভিশাপ। কোটায় বিশেষ কিছু ব্যক্তির সুবিধা হলেও যোগ্য থাকা স্বত্বেও সাধারণ শিক্ষার্থীরা চাকরি থেকে বঞ্চিত হন। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মেধাবীদের প্রতিযোগীর মাঠ সমান্তরাল করতে হবে। মেধাবীরা বেকার থাকলে দেশ পিছিয়ে যাবে। তাই অবিলম্বে দুটি কোটা বাদে সব কোটা পদ্ধতি বাতিল করতে হবে। তারা আরো বলেন যাদেরকে কোটার মধ্যে এনে সহায়তা করতে হবে কেন?তাদেরকে াণ্যভাবে সহযোগীতা করুক আমরা মেধা শিক্ষাথীদেরকে গুরুত্ব দিয়ে বিবেচনা করার আহবান জানান। এর বাহিরে কোন দাবী আমরা মেনে নেবনা যতদিন পর্যন্ত শিক্ষার্থীদের দাবী মানা না হবে ততদিন আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। সড়ক অবরোধসমাবেশে বক্তৃতা দেন, ববি শিক্ষার্থী ভূমিকা সরকার, মাইনুল ইসলাম, মৃত্যুঞ্জয় রায়, সিরাজুল ইসলাম, সুজয় শুভ প্রমুখ। পরে বেলা সোয়া ২টারদিকে শিক্ষার্থীরা আজকের দিনের মত সড়ক অবরোধ তুলে ক্যাম্পাসে ফিরে যায়।