আসন্ন বগুড়া আন্তঃ জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি- বার্ষিক নির্বাচন ২০২৪ উপলক্ষে মনোনয়ন পত্র বিক্রয় শুরু হয়েছে। বুধবার সকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে উৎসবমূখর পরিবেশে নির্বাচন কমিশনের নিকট থেকে মনোনয়ন পত্র উত্তোলন করেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী (সাবেক সহ সাধারণ সম্পাদক) আলহাজ্ব মোঃ মতিউর রহমান মতি। তিনি গামছা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করবেন। মনোনয়ন পত্র উত্তোলন শেষে উপস্থিত সকল শ্রমিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং তাদের মাঝে মিষ্টি বিতরন করেন সাধারণ সম্পাদক প্রার্থী মতি হাজি। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য আলহাজ্ব সামছুল আলম মন্ডল,মোঃ মোস্তফা কামাল মিলন, ইউনুস আলী, রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম রঞ্জু। আরোও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমানউল্লা, শ্রমিকনেতা আঃ সবুর, পীরগাছা শাখার সভাপতি মতিয়ার রহমান মতি, আঃ মজিদ বকুল সরদার, হান্নান প্রামানিক, লুৎফর রহমান, ইউসুফ আলী, সেলিম খন্দকার, জাহিদুল ইসলাম, শাহিনুর ইসলামসহ আন্তঃ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।