নরসিংদীর রায়পুরায় উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ২০২৪ সিজন ২০২৩-২৪ শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে মির্জানগর ইউনিয়নের বাঙ্গালীনগর ফুটবল খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান। এসময় উপস্থিত ছিলেন মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বশির উদ্দিন সরকার রিপন, রায়পুরা পৌরসভার কাউন্সিলর মোকারম হোসেন,রায়পুরা থানা এএসআই মেহেদী হাসান, খেলা পরিচালনা করেন সন্তোস দাস, খেলায় রায়পুরা পৌরসভা একাদশ মির্জানগর ইউনিয়ন একাদশকে ২-১ গোলে পরাজিত করে জয় লাভ করে।