গাইবান্ধা সদরের উত্তর ধানঘড়ায় একটি দিনমজুর পরিবারকে তাদের ভিটেমাটি হতে উচ্ছেদ করতে স্থানীয় সন্ত্রাসীরা বাড়ীঘরে ভাংচুর ও লুটপাট চালিয়ে ব্যপক ক্ষতি সাধন করেছে। সন্ত্রাসীরা ঐ বাড়ীর ঘরদরজা ভাংচুর করে বাড়ীর সকল আসবাবপত্র লুট করে নিয়ে গেছে। দিনমজুর পরিবারটি খোলা আকাশের নীচে বসবাস করছে। এব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধির কাছে ধর্ণাদিলেও তাদের প্রতি সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি। এনিয়ে থানায় একটি অভিযোগ দায়েরের একসপ্তাহ পেড়িয়ে গেলেও কোন সুরাহা না হওয়ায় ভুক্তভোগী পরিবারটি, খোলা অকাশের নীচে ঠাঁই নিয়েছ্ে সন্ত্রাসীরা দিনমজুর পরিবারটিকে বাড়ী ঘরে যেতে দিচ্ছেনা গাইবান্ধা সদরথানায় দায়েরকৃত অভিযোগে ঐ পরিবারের মিলিকজান বেগম জানিয়েছেন তার স্বামী মোঃ বাদশামিয়ার সথে, বাবুমিয়া(৩৫), রিয়াজ মিয়া(৩০), মোঃ বুলুমিয়া(৪০) গংদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিাবাদ ও মামলা মোকদ্দমা চলছিল। উক্ত লোকজন ঐ এলাকায় অবৈধ ভুমি জবরদখলকারী হিসেবে পরিচিত। জমিজমা সংক্রান্ত বিবাদ নিস্পত্তি করার জন্য একাধিকবার শালিশ বৈঠক হলেও বাবুমিয়া গংরা শালিশের রায় না মেনে বসতভিটা হতে উচ্ছেদ করার হুমকী অব্যাহত রাখে এরই জেরে গত ২৬ জুন একযোগে বাদশামিয়ার বাড়ীঘরে হামলা করে ঘরদরজা ভাংচুর করে বাদশামিয়ার পরিবারকে বের করে দেয়। এব্যাপারে বাদশা মিয়ার স্ত্রী আালেকজান বেগম গাইবান্ধা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেও প্রতিকার পাচ্ছেনা, এক সপ্তাহ ধরে পরিবার পরিজন সহ খোলা অকাশের নীচে বসবাস করছে। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা গাইবান্ধা সদর থানার এসআই মাইদুল ইসলাম জানান উভয় পক্ষের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে আপোষ রফার চেষ্টা করা হচ্ছে।