শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন

শ্রীমঙ্গল গুনগতমান সম্পন্ন চা তৈরির সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৬ জুলাই, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গুনগতমান সম্পন্ন চা তৈরি ও কাংখিত মূল্য প্রাপ্তির জন্য বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) এ প্রিন্সিপাল এন্ড প্রসেস অব কোয়ালিটি টি ম্যানুফেকচারিং বিষয়ক বিষয়ক সপ্তাহ ব্যাপি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ জুলাই) সকালে শহরের পিডিইউ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। আগামী ১১ জুলাই পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মসূচী চলমান থাকবে। এছাড়া এসময় বিটিআরআই এ কেন্দ্রীয়ভাবে ওপেন ডে টি টেস্টটিং সেশন এর উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল ইসলাম এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) মো. নুরুল্লা নূরী, বিটিআরআই পরিচালক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন, পিডিইউ পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম ও দেশের বৃহত্তম চা কোম্পানি ফিলনে টি কোম্পানির সিইও তাহসিন আহমেদ চৌধুরী। এছাড়া দেশের ১৫৬ টি চা বাগানের প্রতিনিধি, চা বোকার্স এসোসিয়েশন এর লোকজন উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com