মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

কালীগঞ্জে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক ১

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৬ জুলাই, ২০২৪

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেল স্টেশন এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিলসহ রনি আহমেদ(২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে তাকে আটক করা হয়। আটক রনি যশোর জেলার চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের রিজাউল ইসলামের ছেলে। শনিবার দুপুর সাড়ে ১২ টায় প্রেস ব্রিফিংয়ে কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোবারকগঞ্জ রেল স্টেশন এলাকায় কালীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে রনিকে আটক করে। মাদক উদ্ধারের পুলিশি অভিযানের নেতৃত্ব দেন এস আই প্রতীক কুমার। এসময় তার সাথে ছিলেন এ এস আই সোহাগ,এএসআই মাখন ও পুলিশ সদস্যরা। অভিযানে আটক মাদককারবারীর সাথে থাকা ট্রলি ব্যাগের কম্বলের মধ্যে জড়ানো ১০০ বোতল নিষিদ্ধ মাদক ফেনসিডিল উদ্ধার করা হয় এ সময়। ট্রেনে করে এই ফেনসিডিল ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে আটক রনি। তাকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com