দেশের বায়ু, দেশের মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি। এই শ্লোগান কে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে ঘুড়ি ফাউন্ডেশন নামের একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠন তাদের বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন ঘোষনা করেন। রবিবার (৭ জুলাই) দুপুরে ঘুড়ি ফাউন্ডেশনের সাজেদুল রহমান সুলভের সভাপতিত্বে এ কর্মসূচীর উদ্বোধন ঘোষনা করা হয়। জানাযায়, উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফাউন্ডেশনের এক ঝাক তরুন সদস্যরা গোপালপুর উপজেলার গোল পেঁচা এলাকায় দারুল জান্নাত মুহিউসসুন্নাহ মাদরাসায় সৌখিন নার্সারীর সৌজন্যে বিভিন্ন প্রজাতির ফল ও বনজ গাছের চারা রোপন করেন। এ সময় উপস্থিত ছিলেন ঘুড়ি ফাউন্ডেশনের সভাপতি সাজেদুল রহমান সুলভ মাদরাসার প্রতিষ্ঠাতা রমজান আলী মাতব্বর ও হাজী মোহাম্মদ হানিফ দেওয়ান, মাদরাসার, মুহতারিম মাওলানা রুহুল আমিন, সৌখিন নার্সারীর প্রতিষ্ঠাতা ইলিয়াস জামান, ঘুড়ি ফাউন্ডেশনের-সম্পাদক: হাফিজ তালুকদার, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, দপ্তর-সম্পাদক: মোঃ আলামিন সরকার,প্রচার সম্পাদক: গৌতম কুমার দাস, সহ-প্রচার সম্পাদক: নাদিমুল হাসান, তথ্য-সম্পাদক: আবির হোসেন,ত্রাণ বিষয়ক সম্পাদক: রিফাত, সিনিয়র-কার্যনির্বাহী সদস্য: আসমাউল হাসান, কার্যনির্বাহী সদস্য: মোঃ আফিফুজ্জামান আদিব, কার্যনির্বাহী সদস্য: রাকিব এবং সার্বিক সহযোগিতায় ঘুড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহজাবিন তাসনিম মুনিয়া। তাদের এই কর্মসূচীতে কতগুলো গাছ লাগানো হবে তা জানতে চাইলে ঘুড়ি ফাউন্ডেশনের সভাপতি সাজেদুল রহমান সুলভ বলেন, বাংলাদেশের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা চলমান থাকবে।প্রতি বছরই আমাদের এই কর্মসূচীতে আমাদের নিজস্ব অর্থায়নে এবং বিভিন্ন মাধ্যমে বৃক্ষরোপনে উৎসাহিত করা হয়।এ বছর কমপক্ষে ১০০০ ফল এবং বনজ গাছের চারা রোপন করার উদ্যোগ নিয়েছে ঘুড়ি ফাউন্ডেশন।