বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে মানুষের কল্যাণে কাজ করবে-মাফরুজা সুলতানা সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে বাংলাদেশ কালচারাল একাডেমির শোক দেশের মেধাবী ও আদর্শবান লোকদেরকে দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন: তারেক রহমান গোদাগাড়ীতে টমেটো চাষে ‘নীরব বিপ্লব’ ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার দিন-তারিখ ঠিক করে সংস্কার করা অন্তর্র্বতী সরকারের কাজ নয়:খন্দকার মোশাররফ রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: ফখরুল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

ঘুড়ি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৭ জুলাই, ২০২৪

দেশের বায়ু, দেশের মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি। এই শ্লোগান কে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে ঘুড়ি ফাউন্ডেশন নামের একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠন তাদের বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন ঘোষনা করেন। রবিবার (৭ জুলাই) দুপুরে ঘুড়ি ফাউন্ডেশনের সাজেদুল রহমান সুলভের সভাপতিত্বে এ কর্মসূচীর উদ্বোধন ঘোষনা করা হয়। জানাযায়, উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফাউন্ডেশনের এক ঝাক তরুন সদস্যরা গোপালপুর উপজেলার গোল পেঁচা এলাকায় দারুল জান্নাত মুহিউসসুন্নাহ মাদরাসায় সৌখিন নার্সারীর সৌজন্যে বিভিন্ন প্রজাতির ফল ও বনজ গাছের চারা রোপন করেন। এ সময় উপস্থিত ছিলেন ঘুড়ি ফাউন্ডেশনের সভাপতি সাজেদুল রহমান সুলভ মাদরাসার প্রতিষ্ঠাতা রমজান আলী মাতব্বর ও হাজী মোহাম্মদ হানিফ দেওয়ান, মাদরাসার, মুহতারিম মাওলানা রুহুল আমিন, সৌখিন নার্সারীর প্রতিষ্ঠাতা ইলিয়াস জামান, ঘুড়ি ফাউন্ডেশনের-সম্পাদক: হাফিজ তালুকদার, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, দপ্তর-সম্পাদক: মোঃ আলামিন সরকার,প্রচার সম্পাদক: গৌতম কুমার দাস, সহ-প্রচার সম্পাদক: নাদিমুল হাসান, তথ্য-সম্পাদক: আবির হোসেন,ত্রাণ বিষয়ক সম্পাদক: রিফাত, সিনিয়র-কার্যনির্বাহী সদস্য: আসমাউল হাসান, কার্যনির্বাহী সদস্য: মোঃ আফিফুজ্জামান আদিব, কার্যনির্বাহী সদস্য: রাকিব এবং সার্বিক সহযোগিতায় ঘুড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহজাবিন তাসনিম মুনিয়া। তাদের এই কর্মসূচীতে কতগুলো গাছ লাগানো হবে তা জানতে চাইলে ঘুড়ি ফাউন্ডেশনের সভাপতি সাজেদুল রহমান সুলভ বলেন, বাংলাদেশের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা চলমান থাকবে।প্রতি বছরই আমাদের এই কর্মসূচীতে আমাদের নিজস্ব অর্থায়নে এবং বিভিন্ন মাধ্যমে বৃক্ষরোপনে উৎসাহিত করা হয়।এ বছর কমপক্ষে ১০০০ ফল এবং বনজ গাছের চারা রোপন করার উদ্যোগ নিয়েছে ঘুড়ি ফাউন্ডেশন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com