সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নির্দেশে পুলিশের বিশেষ অভিযানে নগদ টাকাসহ ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। থানার এসআই রফিজুল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মকবুলাবাদ গ্রামের ফারুক মিয়ার বাড়ীতে জুয়ার আসরে বিশেষ অভিযান চালিয়ে নগদ টাকাসহ ৮জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের মৃত মিসকন্দর আলীর ছেলে আমির(৫২), জগন্নাথপুর (বড় দিঘীরপাড়) গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে মোঃ রোজন মিয়া(৪০), মিরপুর ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের মনু মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া(৩১), পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামের মৃত আব্দুর নূরের ছেলে মোঃ রাজু মিয়া(২২), পাইলগাঁও ইউনিয়নের মকবুলাবাদ গ্রামের ফারুক মিয়ার ছেলে মোঃ সাদিক মিয়া(৩১), ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের বসন্তপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে মোঃ দিলদার হোসেন(২৮), নবীগঞ্জ উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের হরিনগর (বাগাউড়া) গ্রামের মৃত ছন্তর মিয়ার ছেলে ছুরত মিয়া(৫০), নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের আলকাছ উল্লাহর ছেলে সানকার মিয়া(৪৩)। জুয়ার আসরে গ্রেফতারের সময় খেলায় ব্যবহার করা নগদ এক লক্ষ ৩০ হাজার ৭শ ২০ টাকা, জুয়া খেলার তাস ও চাদর উদ্ধার করা হয়। থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত ৮ জুয়াড়িকে সোমবার (৮ জুলাই) বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।