মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে শ্রীমঙ্গল পৌরসভা। শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধুর নির্দেশে বৃহস্পতিবার (১১ জুলাই দুপুরে শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। এসময় স্টেশন রোডের রাধানাথ সিনেমা হলেন সামনে অবৈধভাবে গড়ে ওঠা বেশ কয়েকটি টিনের সেডের ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করে পৌর কর্তৃপক্ষ। শ্রীমঙ্গল পৌরসভা সুত্র জানায়, ফুটপাতের উপর অবৈধভাবে টিনের শেড নির্মাণ করে দীর্ঘদিন থেকে ব্যবসা পরিচালনা করে আসছিলেন ব্যবসায়ীরা। এতে করে সাধারণ পথচারীদের ফুটপাত দিয়ে চলাচলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি পৌর কর্তৃপক্ষের নজরে আসলে পৌরসভার পক্ষ থেকে টিনের সেড দ্রুত অপসারণ করে নিতে ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়। দীর্ঘদিনেও অবৈধ স্থাপনা অপসারন না করায় আজ বৃহস্পতিবার পৌরসভার পক্ষ থেকে অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, পৌর এলাকার মধ্যে অবৈধভাবে নির্মাণ করা টিন সেডের বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সরিয়ে নিতে বার বার নোটিশ দেয়া হলেও নির্মাণকারীরা সরিয়ে না নিলে আজ আমরা শ্রীমঙ্গল পৌর মেয়র এর নির্দেশে অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করি। দিনব্যাপী এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র মো. কাজী আব্দুল করিম, কাউন্সিলর চয়ন রায়, কাউন্সিলর মো. হানিফ চৌধুরীসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ।