সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
তোফায়েল আহমেদ বিনা ভোটে এমপি হয়ে পারিবারিক ভাবে লুঠপাট করেছে-হাফিজ ইব্রাহিম শ্রেষ্ঠ গাইড হিসেবে পুরস্কার পেলেন মাইলস্টোন কলেজের ছাত্রী মেহজাদ আকবর এসবিএসি ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত দৌলতখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু

আজকের ক্ষুদ্রে খেলোয়াড়রা আগামীদিনে জাতীয় পর্যায়ে খেলবে-এমপি রিপু

আবু সাঈদ বগুড়া
  • আপডেট সময় সোমবার, ১৫ জুলাই, ২০২৪

বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু বলেন, সুস্থ্য দেহ সুন্দর মন খেলাধুলা বিনোদন সবার প্রয়োজন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন নিয়মিত খেলোয়াড় ছিলেন। তিনি বিভিন্ন লীগ ও সুনামধন্য ক্লাব আবাহনী ও মহাম্যাডানে খেলেছেন। আজকের ক্ষুদ্র খেলোয়াড়েরা আগামী দিনে সার্কসহ পৃথিবীর বিভিন্ন দেশে খেলবে। শিক্ষার্থীদের খেলাধুলা জন্য যে সরঞ্জাম দরকার তা উপজেলা পরিষদ থেকে সরবরাহ করা হবে। পরিশেষে তিনি সবাইকে নিয়মিত ক্রীড়াচর্চা করার আহবান জানান। সোমবার সকালে বীরমুক্তি মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও মানিকচক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট২০২৪ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এর আগে বেলুন উড়িয়ে অতিথিবৃন্দ খেলা উদ্বোধন করেন। বগুড়া সদর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজোয়ান হোসেন। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, স্বাধীনতা মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পদ্মা,মেঘনা,যমুনা তোমার আমার ঠিকানা, তুমি কে আমি কে বাঙালি বাঙালি। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। খেলাধুলা মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখে।এজন্য তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা করার আহবান জানান। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন বগুড়া সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা আক্তার রেশমী, উপজেলা চেয়ারম্যান সহধর্মিণী সংগীতা রানী পোদ্দার,শাখারিয়া ইউপি চেয়ারম্যান প্রভাষক এনামুল হক রুমি, ফোপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান। উদ্বোধনী ম্যাচে লাহিড়ীপাড়া ইউপির ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল বনাম শাখারিয়া ইউপির পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল অংশ গ্রহন করে। ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে জয় লাভ করে। দ্বিতীয় উদ্বোধনী ম্যাচে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে অংশ গ্রহন করে রাজাপুর ইউপির চকহবিবরপাড়া বনাম শাখারিয়া ইউপির বারুইপাড়া বালিকা দল। এতে খেলার প্রথমার্ধে ২-০ গোলে রাজাপুর চকহবিবরপাড়া এগিয়ে রয়েছে। সহকারী শিক্ষক খাদেমুল ইসলামের সঞ্চালনায় আরোও উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার আঃ ওয়াহেদ, আশরাফুল আলম, আবু তাহের , উর্মি তালুকদার, যুবলীগ নেতা বাপ্পী, পাখি, সামসুল আলম, ছাত্র লীগনেতা ওয়াবাইদুল্লা সরকার স্বপন, সহকারী শিক্ষক উজ্জল, জাহিদ, মামুনুর রশীদ মামুনসহ সহ ৬টি ইউপি ও পৌরসভার ৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com