শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন

গজারিয়ার সন্ত্রাসীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী সংবাদ সম্মেলন

সাদেক মাহমুদ পাভেল
  • আপডেট সময় রবিবার, ২৮ জুলাই, ২০২৪

মুন্সিগঞ্জের গজারিয়ার দুই শীর্ষ সন্ত্রাসীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। এসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করে এলাকায় শান্তি ফিরিয়ে দিতে সরকারের কাছে দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী স্থানীয়রা। গত শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গজারিয়ার গুছিয়াগাছিয়া ইউনিয়নের শাহাদাৎ হোসেন সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন হারুনুর রশিদ, মোহাম্মদ লিখন ও মোহাম্মদ শাহ আলম। লিখিত বক্তব্যে শাহাদাত হোসেন সরকার বলেন, স্থানীয় লিটন শিকদার ওরফে কসাই লিটন ও উজ্জ্বল ছৈয়াল মুন্সিগঞ্জের গজারিয়ায় মাদক ও অস্ত্র ব্যবসার পাশাপাশি সন্ত্রাসী কর্মকান্ড করে এলাকার সাধারণ মানুষের শান্তি নষ্ট করছে। গজারিয়াসহ নারায়ণগঞ্জ, চাঁদপুর ও লক্ষ্মীপুরে অসংখ্য মামলা থাকলেও এই দুই সন্ত্রাসীকে পুলিশ ধরছে না। এরা গজারিয়ার বিভিন্ন এলাকায় সরকারি গ্যাস লাইন থেকে অবৈধ পাইপ বসিয়ে গ্যাস সাপ্লাই দিয়েও কোটি কোটি টাকা উপার্জন করছে। অভিযোগে আরো বলা হয়, ভূমি দস্যু এবং নারী নির্যাতনকারী হিসেবে লিটন শিকদার ওরফে কসাই লিটন ও উজ্জ্বল ছৈয়াল এলাকায় একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। এদের অপকর্মের কেউ বিরোধিতা করলে তার আর রক্ষা নেই, তাদের বিরুদ্ধে শুধু গজারিয়ায়ই নয়, দেশের বিভিন্ন থানায় মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হয়। স্থানীয়রা দুই সন্ত্রাসী ও তাদের পালিত সন্ত্রাসীদের হত থেকে রক্ষায় সরকারের প্রতি আহবান জানান। তাদের অনতিবিলম্বে গ্রেফতারেরও দাবি জানান তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com