শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::

আসিফ মাহতাবকে বাসা থেকে তুলে নেয়ার অভিযোগ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৯ জুলাই, ২০২৪

পাঠ্যবইয়ে ‘শরীফ থেকে শরীফা’ গল্পের পাতা ছিঁড়ে আলোচিত হওয়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ করেছে তার পরিবার। গত শনিবার রাতে উত্তরার ৯ নম্বর সেক্টরের বাসা থেকে তাকে ডিবি পরিচয়ে আটক করে নিয়ে যাওয়া হয়। পারিবারিক সূত্র গণমাধ্যমকে জানায়, রাত ১টার দিকে ডিবি পরিচয় দিয়ে কয়েকজন সদস্য আসিফ মাহতাবের বাসায় আসে। এরপর তাকে তুলে নিয়ে যায়। আটকের চার ঘণ্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন আসিফ মাহতাব।

তিনি লেখেন, ‘আপনারা জানেন অনেক মানুষকে কোনো ভ্যালিড কারণ ছাড়া গ্রেপ্তার করা হচ্ছে। আপনারা এটাও জানেন আমি আপনাদের পাশে ১০০% ছিলাম, এখনো আছি। এই অপরাধের কারণে আমাকে যদি গ্রেপ্তার করা হয় কিংবা গুম করা হয় তাহলে আপনারা কি করবেন?’
তিনি আরো লেখেন, ‘না আমি ভয় পাচ্ছি না। যারা নিরাশ্রয় মানুষকে গুলি করে হত্যা করতে পারে, ওই কাপুরুষদেরকে ভয় পাব কেন? আমি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত। সবারই মরতে হবে, এইটাই সত্য। কিন্তু আমি জনগণের মাইন্ডসেট বুঝতে চাই। এই উম্মাহ কি এক? নাকি এই উম্মাহ স্বার্থপর, বিভক্ত?’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com