বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে মানুষের কল্যাণে কাজ করবে-মাফরুজা সুলতানা সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে বাংলাদেশ কালচারাল একাডেমির শোক দেশের মেধাবী ও আদর্শবান লোকদেরকে দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন: তারেক রহমান গোদাগাড়ীতে টমেটো চাষে ‘নীরব বিপ্লব’ ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার দিন-তারিখ ঠিক করে সংস্কার করা অন্তর্র্বতী সরকারের কাজ নয়:খন্দকার মোশাররফ রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: ফখরুল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

অলিম্পিক কর্নার: খেলোয়াড়দের খেতে দেয়া হচ্ছে কাঁচা মাংস!

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৯ জুলাই, ২০২৪

অলিম্পিক চলাকালীন খেলোয়াড়দের থাকতে হয় গেমস ভিলেজে। এই ভিলেজের খাবারের মান নিয়ে অভিযোগ তুলেছেন বৃটেনের খেলোয়াড়রা। কাঁচা মাংস খেতে দেয়া হচ্ছে এমন অভিযোগ তাদের। গেমস ভিলেজের খাবার নিয়ে বৃটেনের খেলোয়াড়দের এতটাই আপত্তি যে তারা নিজেদের উদ্যোগে ভিলেজের বাইরে গিয়ে পছন্দমতো খাবার খেয়ে আসছেন। এছাড়া বৃটেন থেকে একজন শেফও আনিয়ে নিয়েছেন তারা। খাবারের মান এবং সংকট নিয়ে বৃটিশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী অ্যান্ডি আনসন গণমাধ্যমে বিরক্তি প্রকাশ করেছেন। লন্ডন টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে আনসন বলেন, ‘প্যারিস গেমস ভিলেজের খাবারের অবস্থা মোটেও ভালো নয়। এটার উন্নতি করতে বড় ধরনের পরিবর্তন দরকার। ভালো মানের খাবারের অভাব আছে। সেখানে কাঁচা মাংসও পাতে পেয়েছি আমরা।’ অলিম্পক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ব্যতিক্রমী এক ঘটনা দেখালেন আলজেরিয়ান অ্যাথলেটরা।
প্যারেডে অংশ নেয়ার সময় খেলোয়াড়েরা সিন নদীতে গোলাপ ফুল ছুড়ে মারেন। এর মধ্য দিয়ে ১৯৬১ সালে প্যারিসে ঘটা গণহত্যায় নিহতদের স্মরণ করেন আলজেরিয়ানরা।
আফ্রিকান অ্যাথলেটদের জাহাজ ভাগাভাগি করেন আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, আলবেনিয়া ও জার্মানি থেকে ২০২৪ অলিম্পিকে অংশ নেওয়া প্রতিনিধিরা। সেই বোট থেকেই গোলাপ ছুড়ে মারা হয় সিন নদীতে। ১৯৬১ সালের ১৭ই অক্টোবরে সিন নদীতে আলজেরিয়ার অন্তত ৩০০ মানুষকে ডুবিয়ে হত্যা করে ঔপনিবেশিক ফ্রান্স। পরের বছর মার্চে স্বাধীনতা অর্জন করে আলজেরিয়া।
ঘটনার স্মরণে আলজেরিয়ান অলিম্পিক কমিটি এক বার্তায় জানায়, ‘আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণে অলিম্পিকের উদ্বোধনীতে সিন নদীতে আলজেরিয়ার প্রতিনিধি ফুল নিক্ষেপ করেছে। বিশেষ করে সেই ব্রিজ থেকে আমরা তাদের স্মরণ করেছি যেখানে তারা শহীদ হয়েছিল, আল্লাহ তাদের ক্ষমা করুন।’
প্যারিসে গাড়ির জানালা দিয়ে ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকোর ব্যাগ ছিনতাই হয়েছে। ব্যাগে নগদ অর্থ, ঘড়ি ও হীরার অলংকার ছিল। এ নিয়ে ফ্রেঞ্চ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। ফ্রান্সের গণমাধ্যম জানিয়েছে, জিকোর হারানো সম্পদের পরিমাণ ৫ লাখ ইউরো। ব্রাজিলের অলিম্পিক দলের অতিথি হিসেবে প্যারিসে এসেছিলেন জিকো। এর আগে গত বুধবার মরক্কোর মুখোমুখি হওয়ার আগে চুরির শিকার হয় আর্জেন্টিনা অলিম্পিক ফুটবল দল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com