দৈনিক খবরপত্র পত্রিকার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি প্রদীপ কুমার ভৌমিক চলমান কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় দুষ্কৃতিদের হামলায় গত রোববার নিহত হয়েছেন। তার মৃত্যুতে দৈনিক খবরপত্র পরিবার গভীর শোকাহত। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাঁচজন সাংবাদিক জুলাইয়ের এ আন্দোলন ঘিরে নিহত হলেন। সূত্রে প্রকাশ, গত রোববার দুপুরে অজ্ঞাতনামা দুষ্কৃতিরা রায়গঞ্জ প্রেসক্লাবে ভাঙচুর করে। সেই সময় প্রদীপকে মারধর করা হয়। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্য একটি সূত্র জানিয়েছে,কোটা আন্দোলনকারীদের সরকার পতনের ‘এক দফা’ কর্মসূচি চলাকালে সংবাদ সংগ্রহ করতে যাওয়া দৈনিক খবরপত্র পত্রিকার সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রতিনিধি প্রদীপ কুমার ভৌমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
দৈনিক খবরপত্রের প্রধান সম্পাদক মাফরুজা সুলতানা এবং সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ) দৈনিক খবরপত্র পত্রিকার সিরাজগঞ্জের রায়পুর উপজেলা প্রতিনিধি স্বর্গীয় প্রদীপ কুমার ভৌমিকের মুত্যুর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং গভীর শোক প্রকাশ করেছেন। তারা তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন । তারা এ হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অবাধ তথ্যপ্রবাহ ও সাংবাদিকতার জন্য অশনি সংকেত। তারা সরকারের প্রতি সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।