সংখ্যালঘু সুরক্ষা কমিশন ও মন্ত্রণালয়সহ বিভিন্ন দাবিতে পঞ্চগড়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিন্দু সম্প্রদায়ের ছাত্র জনতা। শনিবার (১০আগস্ট) দুপুরে পঞ্চগড় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক বন্ধ করে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এক পর্যায়ে বিক্ষুব্ধ হিন্দু ছাত্র জনতা দুই ঘন্টা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ করলে রাস্তার দুধারে শত শত যানবাহন আটকা পরে। প্রতিবাদ সমাবেশে হিন্দু সম্প্রদায়ের সুভাস চন্দ্র রায়, ননিগোপাল ভৌমিক, পরেশ বর্মন, দীপু রায়, অমিত বণিক, দীপু রায়, লিখন বণিক, সাধব দত্ত ও ধরণীকান্ত হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা গত কয়েকদিনে হিন্দু ধর্মালম্বীদের ঘর-বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে সংখ্যালঘুদের সুরক্ষা কমিশন ও মন্ত্রণালয় গঠন করাসহ বিভিন্ন দাবি তোলেন। পরে তারা শহিদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারের সামনে এসে বিক্ষোভ করতে থাকে। এসময় সনাতন ছাত্র জনতা রাস্তা বন্ধ করে বলেন, আমাদের দাবী মেনে না নেয়া হলে লাগাতার আন্দোলনের হুশিয়ারি দেন তারা।