বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে মানুষের কল্যাণে কাজ করবে-মাফরুজা সুলতানা সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে বাংলাদেশ কালচারাল একাডেমির শোক দেশের মেধাবী ও আদর্শবান লোকদেরকে দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন: তারেক রহমান গোদাগাড়ীতে টমেটো চাষে ‘নীরব বিপ্লব’ ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার দিন-তারিখ ঠিক করে সংস্কার করা অন্তর্র্বতী সরকারের কাজ নয়:খন্দকার মোশাররফ রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: ফখরুল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

সালাহউদ্দিন আহমদ ফিরছেন

মনির আহমদ কক্সবাজার
  • আপডেট সময় শনিবার, ১০ আগস্ট, ২০২৪

কক্সবাজার তথা চকরিয়া-পেকুয়াবাসীর প্রাণপুরুষ দীর্ঘ ৯ বছর পর দেশে ফিরছেন। কাঙ্খিত নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। আওয়ামিলীগ সরকারের প্রতিহিংসার শিকারে গুম হয়ে ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে নির্বাসিত জীবন কাটিয়েন তিনি। পরবর্তী সময়ে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে ‘উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা’ করার সময় ওই বছরের ১১ মে তাকে আটক করে শিলং পুলিশ। তার নামে অবৈধ অনুপ্রবেশের মামলা করা হয়। দীর্ঘ আইনী জটিলতা শেষ করে আজ রোববার (১১ আগষ্ট) বেলা দুইটায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন। সালাহউদ্দিন আহমদ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজ শনিবার দুপুরে নিজের ফেরিফায়েড ফেসবুক আইডি থেকে এ বিষয়ে স্ট্যাটাস দিয়েছেন সালাহউদ্দিন আহমদ স্ট্যাটাসে লিখেছেন, ইনশাহআল্লাহ, মুক্ত স্বাধীন বাংলাদেশে আগামীকাল রোজ রবিবার দুপুর দুই ঘটিকায় ঢাকা জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরন করব।” বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে বরন করতে ঢাকায় অবস্থান করছেন কক্সবাজার বিএনপি’র হাজার নেতা কর্মি। গত ৯ বছর আগে ২০১৫ সালের ১০ মার্চ ঢাকা থেকে নিখোঁজের পর গুম হয়ে ভারতের শিলং শহরে অবস্থান করছিলেন সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৬ আগস্ট) দেশে ফেরার জন্য তিনি ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস পেয়েছেন। মেঘালয় থেকে মুঠোফোনে সালাহউদ্দিন আহমেদ জানান, গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনারের অফিস থেকে ট্রাভেল পাসের বিষয়টি জানানো হয়েছে। চকরিয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এম মোবারক আলী জানান, প্রিয় নেতা সালাহউদ্দিন আহমেদকে বরন করতে ঢাকায় অবস্থান করেছেন কক্সবাজারের হাজার বিএনপি নেতা কর্মি। চকরিয়া ও পেকুয়া উপজেলা থেকেও ঢাকা অভিমুখে রওয়ানা দিয়েছেন চকরিয়া বিএনপি’র একঝাঁক নেতা কর্মি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com