মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:০৯ অপরাহ্ন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীর পাশে ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা(বগুড়া) কল্যাণ সমিতি

মোহাম্মদ আলী আঞ্চলিক প্রতিনিধি বগুড়া
  • আপডেট সময় রবিবার, ১১ আগস্ট, ২০২৪

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিবগঞ্জের মেধাবী শিক্ষার্থী মোঃ ওমর ফারুকের সুচিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা(বগুড়া)কল্যাণ সমিতি। এছাড়াও সমিতির পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আহত শিক্ষার্থী মো:ওমর ফারুক বর্তমানে ঢাকার শ্যামলীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি আছেন। আহত ওমর ফারুক শিবগঞ্জ উপজেলার আলাদীপুর গ্রামের আব্দুল বাসেদের প্ত্রু। আহত ওমর ফারুক বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট এর চতুর্থ সেমিস্টারের মেধাবী শিক্ষার্থী। গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বগুড়া সাতমাথায় পুলিশের রাবার বুলেটের নির্মম আঘাতে তার দুই চোখ অন্ধ প্রায়। তার স্বজন, হাসপাতাল ও ডাক্তারের খোঁজ খবর নিয়ে জানা যায় তার দুই চোখের অবস্থা ভালো না, সুচিকিৎসা দরকার। ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা(বগুড়া) কল্যাণ সমিতির সভাপতি জনাব ড.কাজী মো: ইমদাদুল হক,সাধারণ সম্পাদক জনাব মো: হাসেমুজ্জামান, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল(অব:) মো: নাসিমুল গনি ববি, কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক জনাব কৃষিবিদ মুহাম্মদ তাহাজ্জত আলী, দপ্তর সম্পাদক জনাব মো: আবু বক্কর সিদ্দিক ও প্রচার সম্পাদক জনাব মো: আব্দুল আলিম সহ আরো অনেকে হাসপাতালে উপস্থিত থেকে তার খোঁজ খবর নেন ও সমিতির পক্ষ হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সমিতির সভাপতি জনাব ড. কাজী মো. ইমদাদুল হক সমিতির সাধ্য মোতাবেক আন্দোলনে আহতদের সহযোগিতার আশ্বাস দেন।সমিতির সহ সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) জনাব মো: নাসিমুল গনি ববি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিবগঞ্জ উপজেলার যারা আহত-নিহত হয়েছেন তাদের তালিকা তৈরির জন্য জরুরি ভিত্তিতে যোগাযোগ করতে বলেন। সাধারণ সম্পাদক জনাব মো; হাসেমুজ্জামান উপজেলার আহত/নিহতদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com